Advertisement
২৩ এপ্রিল ২০২৪

পারাপার মসৃণ করতে ২ সাবওয়ে

ভিআইপি রোডের উপরে শ্রীভূমি এবং গোলাঘাটায় আরও দু’টি সাবওয়ে তৈরি করছে রাজ্য সরকার। এই কাজে পূর্ত দফতর ইতিমধ্যেই পাঁচ কোটি টাকা বরাদ্দ করেছে। দরপত্রও ডাকা হয়েছে।

সোমনাথ চক্রবর্তী
শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৭ ০১:৩২
Share: Save:

ভিআইপি রোডের উপরে শ্রীভূমি এবং গোলাঘাটায় আরও দু’টি সাবওয়ে তৈরি করছে রাজ্য সরকার। এই কাজে পূর্ত দফতর ইতিমধ্যেই পাঁচ কোটি টাকা বরাদ্দ করেছে। দরপত্রও ডাকা হয়েছে। দুর্গাপুজোর আগেই সাবওয়ে তৈরির কাজ শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন বিধাননগরের বিধায়ক তথা শ্রীভূমির বাসিন্দা সুজিত বসু।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে সব রাস্তা চওড়া করার কাজে হাত দেন। তৈরি করা হচ্ছে নতুন সাবওয়ে এবং সেতু। ইতিমধ্যেই ভিআইপি রোডের উপর বাঙুর, কেষ্টপুর, বাগুইহাটি, জোড়ামন্দির এবং কৈখালিতে সাবওয়ে হয়েছে।

বিধাননগরের বিধায়ক সুজিত বসু বলেন, ভিআইপি রোড দিয়ে প্রতিদিন বিপুল সংখ্যক গাড়ি যাতায়াত করে। বিমানবন্দর যেতে হলেও ভরসা এই রাস্তা। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতেও এই রাস্তার উপর দিয়েও যাওয়া যায়। সাবওয়ে তৈরি হলে মানুষের রাস্তা পারাপার হওয়ার অনেক সুবিধা হবে। তাই নতুন দু’টি সাবওয়ে তৈরি হবে। পরবর্তীতে লেক টাউন এবং দমদম পার্কেও সাবওয়ে তৈরির পরিকল্পনা রয়েছে।

পূর্ত দফতর সূত্রে খবর, ভিআইপি রোডের সঙ্গে যশোর রোড এবং ৩৪ নম্বর জাতীয় সড়ক যুক্ত। এই রাস্তায় গাড়ির চাপ বাড়ছে। কেষ্টপুর থেকে বাগুইআটি পর্যন্ত উড়ালপুল তৈরি হওয়ায় গাড়ি চলাচলের গতি বেড়েছে। বিভিন্ন মোড়ে সাবওয়ে হওয়ায় রাস্তার উপর দিয়ে যাতায়াত বন্ধ হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Traffic jam Subway
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE