Advertisement
০৮ মে ২০২৪

পুজোয় রোজ অতিরিক্ত ৫০০ বাস নামাবে রাজ্য

পুজোর সময়ে বছরের অন্যান্য দিনের তুলনায় প্রতিদিন অতিরিক্ত ৫০০ বাস রাস্তায় নামানো হবে বলে পরিবহণ দফতর সূত্রের খবর।

চতুর্থী থেকেই সরকারি বাসের বিশেষ পরিষেবা শুরু করে দিচ্ছে রাজ্য পরিবহণ নিগম।

চতুর্থী থেকেই সরকারি বাসের বিশেষ পরিষেবা শুরু করে দিচ্ছে রাজ্য পরিবহণ নিগম।

ফিরোজ ইসলাম
শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০১৮ ০১:৫৫
Share: Save:

পুজোর সময়ে বেসরকারি বাসের সংখ্যা নিয়ে খানিকটা সংশয় থাকলেও চতুর্থী থেকেই সরকারি বাসের বিশেষ পরিষেবা শুরু করে দিচ্ছে রাজ্য পরিবহণ নিগম।

পুজোর সময়ে বছরের অন্যান্য দিনের তুলনায় প্রতিদিন অতিরিক্ত ৫০০ বাস রাস্তায় নামানো হবে বলে পরিবহণ দফতর সূত্রের খবর। দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত শহর এবং শহরতলির বিভিন্ন রুটে যাতায়াতের জন্য পর্যাপ্ত সংখ্যক বাসের ব্যবস্থা করা হবে। পাশাপাশি, ‘নাইট-সার্ভিস’ বাসের সংখ্যাও এক লাফে দ্বিগুণ করছে পরিবহণ দফতর।

বেসরকারি বাসমালিকদের একাংশ ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে প্রবল ক্ষুব্ধ। কেন্দ্রের তরফে লিটার প্রতি ডিজেলের দাম আড়াই টাকা কমানো হলেও তাতে খুব একটা সুরাহা হবে না বলেই মনে করছেন তাঁরা। ‘জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটস’-এর সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, “মাঝেরহাট সেতু বিপর্যয়ের পরে বেহালার সব ক’টি বাসরুটের দৈর্ঘ্যই অনেকটা করে বেড়ে গিয়েছে। কিন্তু আশ্বাস দেওয়া সত্ত্বেও সেই অনুযায়ী ভাড়ার হার পুনর্বিন্যাস করা হয়নি।”

অন্যান্য রুটেও আয়ের তুলনায় ব্যয় বেড়ে যাওয়ায় রাতের দিকে বাসের সংখ্যা কমে আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। ভাড়া বৃদ্ধির দাবিতে সরকারকে চিঠি দিলেও পুজোর সময়ে পরিষেবা সাধ্যমতো স্বাভাবিক রাখার আশ্বাস দিয়েছেন তপনবাবু। ‘অল বেঙ্গল বাস-মিনিবাস সমন্বয় সমিতি’র সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় জানান, বাসের ভাড়া বৃদ্ধির দাবিতে তাঁরাও মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন। তবে পুজোর সময়ে পরিষেবা স্বাভাবিক রাখার আশ্বাস দিয়েছেন রাহুলবাবুও।

পরিবহণ দফতর সূত্রের খবর, পুজোর কথা মাথায় রেখে চতুর্থী থেকে নবমী পর্যন্ত প্রতিদিন গড়ে ১২০০ বাস রাস্তায় নামানো হবে। পরিবহণ দফতরের কন্ট্রোল রুম খোলা থাকবে বেশি রাত পর্যন্ত। কোথাও সমস্যা দেখা দিলে দ্রুত বিকল্প ব্যবস্থা করতে দফতরের আধিকারিকেরাও রাস্তায় নেমে তদারকি করবেন।

রেল এবং মেট্রো রেলের বড় বড় স্টেশন ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ গন্তব্যের কথা মাথায় রেখে পর্যাপ্ত সংখ্যায় শাটল বাস সার্ভিস চালু করছে পরিবহণ দফতর। দুপুর ১২টা থেকে পর্যায়ক্রমে ওই বাসের সংখ্যা বাড়ানো হবে। চলবে মধ্যরাত পর্যন্ত।

গড়িয়া-গড়িয়াহাট, গড়িয়াহাট-শিয়ালদহ, হাওড়া-শিয়ালদহ, শ্যামবাজার-ব্যারাকপুর, করুণাময়ী-শিয়ালদহ, টালিগঞ্জ-ঠাকুরপুকুর, টালিগঞ্জ-বেহালা ছাড়াও আরও বেশ কিছু রুটে শাটল সার্ভিস চালানো হবে। এ ছাড়া, সকালের দিকেও নিয়মিত সরকারি বাস পরিষেবা চালু থাকবে। রাতের দিকে কয়েকটি রুটে চালু থাকবে ট্রামও।

যাঁরা পুজো দেখতে বেরোবেন, তাঁদের জন্য এ বার ১০০ টাকায় বিশেষ ‘অল ডে টিকিট’-এর ব্যবস্থা করেছে পরিবহণ দফতর। বিভিন্ন ডিপোর কাউন্টার থেকে এক বার ওই টিকিট কাটলে ২৪ ঘণ্টার মধ্যে শহরের যে কোনও রুটে এসি বা নন-এসি বাস, ট্রাম ও জলযানে সফর করা যাবে। রাত ১২টা থেকে পরদিন রাত ১২টা পর্যন্ত ওই টিকিট ব্যবহার করা যাবে। পরিবহণ দফতরের এক কর্তা বলেন, “অল ডে টিকিটে পূর্বে নিউ টাউন থেকে পশ্চিমে হাওড়া, উত্তরে ব্যারাকপুর, বারাসত থেকে দক্ষিণের ঠাকুরপুকুর-বারুইপুর পর্যন্ত যে কোনও পথে যত বার খুশি যাতায়াত করা যাবে।” নদীপথে আড়িয়াদহ এবং দক্ষিণে মিলেনিয়াম পার্ক জেটির মধ্যেও একই টিকিটে লঞ্চে যাতায়াত করা যাবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bus WBTC Durga Puja
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE