Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২২ জানুয়ারি ২০২২ ই-পেপার

খোঁয়াড় থেকে উদ্ধার গয়না, গ্রেফতার এক

নিজস্ব সংবাদদাতা
০৪ জানুয়ারি ২০১৯ ০১:০০
উদ্ধার: চুরি গিয়েছিল এই হার এবং লকেট। নিজস্ব চিত্র।

উদ্ধার: চুরি গিয়েছিল এই হার এবং লকেট। নিজস্ব চিত্র।

গলায় ছিল রুদ্রাক্ষের মালা এবং সোনার হারের মধ্যে মৃত্যুঞ্জয় কবচ-সহ পাঁচটি লকেট। সে সব শিবের ত্রিশূলের নীচে রেখে ধ্যান করলে শক্তি বাড়বে—এই বিশ্বাস নিয়ে প্রায় দিনই নিমতলা ঘাট সংলগ্ন ভূতনাথ মন্দিরে পুজো দিতে যেতেন বৌবাজারের ব্যবসায়ী সঞ্জয় হাজরা। বুধবার দুপুরেও সে ভাবেই চেন এবং রুদ্রাক্ষের মালা খুলে রেখে ধ্যানে বসেন তিনি। ধ্যানস্থ ব্যবসায়ীর সামনে থেকেই ওই দু’টি মালা নিয়ে চম্পট দিয়েছিল চোর। যদিও শেষ রক্ষা হয়নি। ওই রাতেই বাড়ি থেকে গ্রেফতার করা হয় চোরকে। ধৃত ব্যক্তির নাম সুরজ পাসোয়ান। তার বাড়ি জোড়াবাগান থানা এলাকার স্ট্র্যান্ড ব্যাঙ্ক রোডের ১১ নম্বর বস্তিতে।

ব্যবসায়ীর থেকে অভিযোগ পেয়ে প্রথমেই উত্তর বন্দর থানার পুলিশ মন্দিরের সিসি ক্যামেরার ফুটেজ দেখে। সেখান থেকেই হদিশ মেলে চোরের। সন্ধ্যায় ওই বস্তি এলাকায় তার ঘরে গিয়ে তল্লাশি চালিয়ে প্রথমে খোয়া যাওয়া জিনিসের সন্ধান মেলেনি। পুলিশের দাবি, কিছুতেই চোরাই মাল কোথায় রেখেছে তা বলতে রাজি হয়নি সে। তদন্তকারী এক অফিসারের কথায়, ‘‘সুরজের ঘর থেকে বেরিয়ে আসার সময়ে হঠাৎই ছাগলের ডাক কানে আসে। সেই ডাক অনুসরণ করতেই নজর যায় অভিযুক্তের ঘর লাগোয়া ছাগলের খোঁয়াড়ে। সেখানে তল্লাশি করতেই সোনার গয়না পাওয়া যায়।’’

খোঁয়াড়ে ছাগল বাঁধার খুঁটির নীচের গর্তে লুকোনো ছিল লকেট-সহ হার এবং রুদ্রাক্ষের মালা। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া সে সব জিনিসের বাজার মূল্য প্রায় পৌনে দু’লক্ষ টাকা।

Advertisement

আরও পড়ুন

Advertisement