Advertisement
E-Paper

তামাক বিরোধী প্রচারে ছাত্রেরা

সল্টলেকের ওই স্কুলে এ দিন পুস্তক বিতরণ দিবসের পাশাপাশি তামাক বিরোধী প্রচার দিবসও পালন হয়। ২ জানুয়ারি রাজ্য জুড়ে এই পুস্তক দিবসে সরকারি বই ছাত্রছাত্রীদের বিনামূল্যে বিতরণ করা হয়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০১৯ ০০:৫১
সমস্যা: তামাক না খাওয়ার শপথ নিল সল্টলেকের একটি স্কুলের ছাত্রেরা। অথচ হাওড়া ময়দান চত্বরে এক স্কুলের দরজার গা ঘেঁষে রয়েছে আস্ত একটি সিগারেটের দোকান। বুধবার। নিজস্ব চিত্র

সমস্যা: তামাক না খাওয়ার শপথ নিল সল্টলেকের একটি স্কুলের ছাত্রেরা। অথচ হাওড়া ময়দান চত্বরে এক স্কুলের দরজার গা ঘেঁষে রয়েছে আস্ত একটি সিগারেটের দোকান। বুধবার। নিজস্ব চিত্র

কয়েকশো ছাত্র ডান হাতের মুঠো উঁচু করে জোরে জোরে তামাকবিরোধী শপথবাক্য পাঠ করে বলছে, ‘‘আমি ভাল ভাবে বেঁচে থাকার অঙ্গীকার করছি। তাই আমি কোনও দিন তামাক স্পর্শ করব না। অন্যদেরও তামাক থেকে দূরে থাকার কথা বলব।’’ বুধবার সল্টলেকের বিডি ব্লকের বিধাননগর গভর্নমেন্ট স্কুলের ছাত্রেরা যখন শপথ বাক্য পাঠ করছে, তখন স্কুলের প্রধান শিক্ষক তারাপদ সাঁতরার পাশে বসে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, চলচ্চিত্র পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায় প্রমুখ।

সল্টলেকের ওই স্কুলে এ দিন পুস্তক বিতরণ দিবসের পাশাপাশি তামাক বিরোধী প্রচার দিবসও পালন হয়। ২ জানুয়ারি রাজ্য জুড়ে এই পুস্তক দিবসে সরকারি বই ছাত্রছাত্রীদের বিনামূল্যে বিতরণ করা হয়। সেই অনুষ্ঠানেই এসেছিলেন শিক্ষামন্ত্রী পার্থবাবু। তিনি ছাত্রদের উদ্দেশ্যে বলেন, ‘‘শপথ বাক্য পাঠ করলে আর কিছু দিন পরেই সরস্বতী পুজোতে প্যান্ডেলের পিছনে দাঁড়িয়ে সিগারেট খেলে, এ রকম যেন না হয়।’’

শিক্ষামন্ত্রী জানান, তিনি নিজে কোনও দিন তামাক ছুঁয়ে দেখেননি। তাই হয়তো তাঁকে এই অনুষ্ঠানে ডাকা হয়েছে। পরে পার্থবাবু বলেন, ‘‘শুধু শপথবাক্য পাঠেই সীমাবদ্ধ না থেকে এই নিয়ে স্কুল কর্তৃপক্ষ নজরদারিও চালাবে।’’ তিনি জানান, এই তামাক বিরোধী অভিযান শুরু হল বিধাননগর গভর্নমেন্ট স্কুল থেকে। ধীরে ধীরে রাজ্যের সব সরকারি স্কুল ও সরকার পোষিত স্কুলে এই প্রচার চালানো হবে।

রাজ্যের সরকারি স্কুলে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৌগত বসু বলেন, ‘‘ভাল প্রয়াস। তবে শিক্ষকদেরও ছাত্রদের সামনে ধূমপান করা থেকে বিরত থাকতে হবে।’’

Student School Anti Tobacco Campaign
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy