Advertisement
১১ মে ২০২৪
Jadavpur University

ক্যাম্পাসে ক্লাস চালুর দাবি যাদবপুরে

ছাত্র সংসদের সাধারণ সম্পাদক শুভায়ন আচার্য মজুমদার জানান, তাঁদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে, দু’দিনের মধ্যে চূড়ান্ত বর্ষের সব পড়ুয়াকে মার্কশিটের হার্ড কপি দিতে হবে।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২০ ০২:৫৩
Share: Save:

জানুয়ারি মাস থেকে কোভিড-বিধি মেনে ক্যাম্পাসে ক্লাস চালু করতে হবে। সোমবার এমনই দাবি জানাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এসএফআই নিয়ন্ত্রিত কলা বিভাগের ছাত্র সংসদ। পাশাপাশি, আরও পাঁচ দফা দাবিতে এ দিন তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যালয় অরবিন্দ ভবনের সামনে অবস্থান-বিক্ষোভ করে। পরে রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুকে স্মারকলিপি দেয়।

ছাত্র সংসদের সাধারণ সম্পাদক শুভায়ন আচার্য মজুমদার জানান, তাঁদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে, দু’দিনের মধ্যে চূড়ান্ত বর্ষের সব পড়ুয়াকে মার্কশিটের হার্ড কপি দিতে হবে। স্নাতক এবং স্নাতকোত্তরে নতুন যাঁরা ভর্তি হয়েছেন বা হচ্ছেন, তাঁদের সশরীরে এসে নথি যাচাইয়ের দিনক্ষণ জানাতে হবে। স্নাতক স্তরে আসন ফাঁকা রেখে অনলাইন ক্লাস শুরু করা যাবে না। একই সঙ্গে কলা এবং বিজ্ঞান বিভাগ-সহ স্নাতক স্তরে ভর্তির শেষ দিন ৩১ ডিসেম্বর করা, সব পড়ুয়া যাতে বৃত্তির সুযোগ পান তার জন্য দ্রুত সেই প্রক্রিয়া শেষ করা এবং মাস কমিউনিকেশনে ভর্তির ক্ষেত্রে স্নাতক স্তরের নম্বরের পাশাপাশি মুখোমুখি ইন্টারভিউ বা গ্রুপ ডিসকাশন করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করারও দাবি জানিয়েছে ছাত্র সংসদ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jadavpur University Coronavirus COVID-19
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE