Advertisement
০৪ অক্টোবর ২০২৩
Presidency College

Hindu hostel: গেট খুলে হিন্দু হস্টেলের দখল নিল প্রেসিডেন্সির পডুয়ারা

গত দু’দিন ধরে ক্যাম্পাসেই পডুয়ারা ডিন অরুণকুমার মাইতিকে ঘেরাও করে রেখেছিলেন। বুধবার ক্যাম্পাস থেকে একটি মিছিল বার হয়। সেই মিছিল থেকেই পড়ুয়ারা গিয়ে তালা খুলিয়ে হস্টেলে প্রবেশ করেন। পড়ুয়াদের দাবি, বাধ্য হয়েই তাঁরা এই পদক্ষেপ করেছেন। 

নিজস্ব চিত্র।

নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৭ মার্চ ২০২২ ০১:১৫
Share: Save:

হিন্দু হস্টেল খোলার দাবিতে টানা এক মাস ধরে আন্দোলন করছিলেন প্রেসিডেন্সির পডুয়ারা। বুধবার গেট খুলে হস্টেলের দখল নিলেন পড়ুয়ারা।

গত দু’দিন ধরে ক্যাম্পাসেই পডুয়ারা ডিন অরুণকুমার মাইতিকে ঘেরাও করে রেখেছিলেন। বুধবার ক্যাম্পাস থেকে একটি মিছিল বার হয়। সেই মিছিল থেকেই পড়ুয়ারা গিয়ে তালা খুলিয়ে হস্টেলে প্রবেশ করেন। পড়ুয়াদের দাবি, বাধ্য হয়েই তাঁরা এই পদক্ষেপ করেছেন।

বিশ্ববিদ্যালয়ের ডিনের সঙ্গে ডিওকে ঘেরাও করে রাখেন পডুয়ারা। তাঁদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন ডিও ও অন্য শিক্ষাকর্মীরা।

আন্দোলনকারীদের তরফে মণিরুল ইসলাম বলেন, ‘‘হস্টেলে ভর্তির প্রক্রিয়া শুরু না হওয়া এবং বাকি দাবিগুলি পূরণ না হওয়া অবধি আমাদের আন্দোলন চলবে।’’

পড়ুয়াদের অভিযোগ, সরকারের নির্দেশ সত্ত্বেও হস্টেল খুলছেন না কর্তৃপক্ষ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE