Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Metro

এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ১ ঘণ্টা পর পরিষেবা স্বাভাবিক

ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত আপ এবং ডাউন লাইনে মেট্রো বন্ধ ছিল প্রায় এক ঘণ্টা।

আহত ব্যক্তিকে উদ্ধার করা হচ্ছে। নিজস্ব চিত্র।

আহত ব্যক্তিকে উদ্ধার করা হচ্ছে। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২০ ১৪:০৫
Share: Save:

ফের মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা। দুপুর ১২টা ১২ মিনিট নাগাদ এসপ্ল্যানেড স্টেশনে দমদমগামী মেট্রোর সামনে ঝাঁপ দেন এক যাত্রী। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তাঁকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন ওই যাত্রী। মেট্রো সূত্রে খবর, আহত ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হচ্ছে।

এই ঘটনার জেরে মেট্রো পরিষেবা সাময়িক ভাবে ব্যাহত হয়। ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত আপ এবং ডাউন লাইনে মেট্রো বন্ধ ছিল প্রায় এক ঘণ্টা। ওই সময় নোয়াপাড়া থেকে সেন্ট্রাল স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবা চালু করা যায়নি। ফলে যাত্রীরা দুর্ভোগে পড়েন। প্রায় এক ঘণ্টা পর ফের পরিষেবা স্বাভাবিক হয়।

নিউ নর্মালে মেট্রো চড়তে হলে ই-পাস ব্যবহার করতে হচ্ছে। আগে থেকে স্লট বুক করতে হচ্ছে যাত্রীদের। অনেকেই ১২ টা থেকে ১টার মধ্যে যাত্রার জন্য ই-পাসের মাধ্যমে স্লট বুক করেছিলেন। মেট্রোর আত্মহত্যার ঘটনা রুখতে নজরদারির আরও বাড়ানোর কথা ভাবছেন মেট্রো কর্তৃপক্ষ।

আরও পড়ুন: বেপরোয়া লরির ধাক্কা, ছাউনি ভেঙে মৃত্যু দু’জনের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Metro Suicide Esplanade
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE