‘ঘুষ’ নিয়ে মামলা লঘু করে দেখাচ্ছে পুলিশ। এই অভিযোগ তুলে এ বার ‘সঠিক তদন্ত’-এর জন্য ঘুষই দিতে চাইছেন ট্যাংরার গোবিন্দ খটিক লেনের বাসিন্দারা।
যত সময় গড়াচ্ছে ততই জল ঘোলা হচ্ছে ট্যাংরা-কাণ্ডে। বধূকে অপহরণের চেষ্টার অভিযোগ পুলিশ উড়িয়ে দেওয়ার পর থেকেই ক্ষোভে ফুঁসছিলেন এলাকার বাসিন্দারা। বৃহস্পতিবার বিক্ষোভে ফেটে পড়লেন তাঁরা। হাতে নানা অঙ্কের নোট নিয়ে অভিনব প্রতিবাদে শামিল হয়েছেন অনেকে। তাঁদের দাবি, এ বার ‘ঘুষ’ নিয়েই ঘটনার সঠিক তদন্ত করুক পুলিশ।
কারও হাতে দশ টাকার নোট। কারও হাতে একশো বা পাঁচশো। সকলেই পুলিশকে ‘ঘুষ’ দিতে চান। এ ছবি ট্যাংরার গোবিন্দ খটিক লেনের। কেন এ ভাবে পুলিশকে ‘ঘুষ’দিতে চাইছেন তাঁরা? বিক্ষোভকারীদের অভিযোগ, অপহরণের ঘটনাকে নিছক দুর্ঘটনা বলে মামলার মোড় ঘোরানোর চেষ্টা করছে পুলিশ। তাঁদের আরও অভিযোগ, টাকার বিনিময়ে অভিযুক্তদের আড়াল করার চেষ্টাও করেছে পুলিশ। তাই সঠিক তদন্তের জন্য তাঁরাও এ বার পুলিশকে ‘ঘুষ’ দিতে চান। এ দিন সকাল থেকেই হাতে নানা অঙ্কের নোট নিয়ে এ ভাবেই অভিনব প্রতিবাদে শামিল হয়েছেন এলাকার মহিলা-পুরুষ।