Advertisement
১০ মে ২০২৪
Police

সিঁথি-কাণ্ডের রিপোর্ট সম্পর্কে জানাল কমিশন

পুলিশের রিপোর্ট সম্পর্কে মানবাধিকার কমিশনের সদস্য নপরাজিত মুখোপাধ্যায় জানিয়েছেন, সংশ্লিষ্ট ঘটনায় এক জন অফিসারকে সাসপেন্ড করা হয়েছে।

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৬ জুন ২০২০ ০৩:০১
Share: Save:

সিঁথি থানায় প্রৌঢ়ের মৃত্যুর অভিযোগ সংক্রান্ত রিপোর্ট কলকাতা পুলিশ আগেই পাঠিয়ে দিয়েছিল রাজ্য মানবাধিকার কমিশনে। সোমবার সেই রিপোর্ট সম্পর্কে কমিশন জানাল, পুলিশ তাদের রিপোর্টে জানিয়েছে, ওই ঘটনা নিয়ে ইতিমধ্যেই পদক্ষেপ করা হয়েছে।

পুলিশের রিপোর্ট সম্পর্কে মানবাধিকার কমিশনের সদস্য নপরাজিত মুখোপাধ্যায় জানিয়েছেন, সংশ্লিষ্ট ঘটনায় এক জন অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। বিভাগীয় তদন্ত শুরু হয়েছে তিন জন অফিসারের বিরুদ্ধে। তাঁর কথায়, ‘‘জুডিশিয়াল এনকোয়ারির রিপোর্ট পাওয়ার পরে যেমন কমিশনের তরফে সুপারিশ করা হয়, তেমনই করা হবে।’’

ঘটনাক্রম বলছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সিঁথি থানায় জিজ্ঞাসাবাদের সময়ে এক প্রৌঢ়ের মৃত্যু হয়েছিল। অভিযোগ উঠেছিল, পুলিশি অত্যাচারের কারণে তাঁর মৃত্যু হয়েছে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতার পুলিশ কমিশনারের থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছিল রাজ্য মানবাধিকার কমিশন। ৩১ মার্চের মধ্যে রিপোর্ট জমা পড়ার কথা ছিল। নির্ধারিত সময়ের মধ্যেই ওই রিপোর্ট পাঠিয়ে দিয়েছিল পুলিশ।

কমিশনের কর্তাদের একাংশের বক্তব্য, লকডাউন চলায় অফিসে কর্মীরা নিয়মিত আসতে পারছিলেন না। সে কারণেই কোনও রিপোর্ট কী অবস্থায় রয়েছে, তা চটজলদি বলা সম্ভব হচ্ছিল না। শেষ পর্যন্ত পুলিশি রিপোর্টে কী জানানো হয়েছে, তা এ দিন জানিয়েছে কমিশন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Police Suspension Commission
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE