Advertisement
১৯ এপ্রিল ২০২৪

সিসি ক্যামেরার মুখ ‘ঘোরানো’ বিদ্যাসাগরে

গত ১৪ মে বিজেপির রোড শো থেকে বিদ্যাসাগর কলেজে হামলা চালানোর অভিযোগ উঠেছে। সেই সময়েই বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছে বলেও অভিযোগ ওঠে। ওই ঘটনার তদন্তে নেমে পুলিশ প্রায় ৫০টিরও বেশি ভিডিয়ো ফুটেজ সংগ্রহ করে।

নীলোৎপল বিশ্বাস
কলকাতা শেষ আপডেট: ২২ মে ২০১৯ ০০:৪৬
Share: Save:

বিদ্যাসাগর কলেজে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনার পরেই সেখানকার সিসি ক্যামেরাগুলি কার্যকর অবস্থায় না থাকা নিয়ে আলোচনা শুরু হয়েছিল। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হতেই ওই কলেজের শিক্ষক-শিক্ষাকর্মীদের বড় অংশই পুলিশের কাছে দাবি করেছেন, ক্যামেরাগুলি চালু থাকলেও তার ফুটেজ মিলত না। কারণ, নিজেদের ইচ্ছে মতো কলেজের ছাত্র সংসদের কিছু সদস্য সিসি ক্যামেরার মুখ নিয়মিত ঘুরিয়ে দিতেন বলে অভিযোগ। এক শিক্ষকের কথায়, ‘‘আগেও বেশ কয়েকটি ক্ষেত্রে দেখা গিয়েছে, পড়ুয়ারা ইচ্ছেমতো ক্যামেরা ঘুরিয়ে দিচ্ছেন।’’

গত ১৪ মে বিজেপির রোড শো থেকে বিদ্যাসাগর কলেজে হামলা চালানোর অভিযোগ উঠেছে। সেই সময়েই বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছে বলেও অভিযোগ ওঠে। ওই ঘটনার তদন্তে নেমে পুলিশ প্রায় ৫০টিরও বেশি ভিডিয়ো ফুটেজ সংগ্রহ করে। তবে এখনও পর্যন্ত ওই কলেজের কোনও সিসি ক্যামেরার ফুটেজ পুলিশ পায়নি। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন, পুরনো একটি অভিযোগের তদন্তের স্বার্থে সিসি ক্যামেরাগুলি যে কম্পিউটারের সঙ্গে যুক্ত থাকত, তার ‘হার্ড ডিস্ক’ পুলিশকে দিয়েছিলেন তাঁরা। নতুন করে আরও কোনও হার্ড ডিস্ক লাগানো হয়নি।

যদিও কলেজের কয়েক জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর দাবি, গত মার্চ মাসে মনস্তত্ত্ব বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন এক পড়ুয়া। তিনি অধ্যক্ষের পাশাপাশি ছাত্র সংসদেও চিঠি দেন। ওই শিক্ষকের বিরুদ্ধে একই রকম অভিযোগ আনেন এক শিক্ষিকাও। বিষয়টি কলেজের পরিচালন সমিতিতে ওঠে। অভিযুক্তকে অন্যত্র সরিয়ে দেওয়ার জন্য অধ্যক্ষের কাছে দাবি জানাতে থাকেন শিক্ষকদের একাংশ এবং ছাত্র সংসদের সদস্যেরা। অভিযুক্ত শিক্ষকের পাশে দাঁড়িয়ে আবার ক্যাম্পাসে প্রতিবাদ আন্দোলন শুরু করেন অন্য কয়েক জন শিক্ষক-শিক্ষাকর্মী। এর মধ্যেই এক দিন অভিযুক্ত শিক্ষকের গাড়ি ভাঙচুর হয় বলে অভিযোগ। কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের বিরুদ্ধে অধ্যক্ষের কাছে গাড়ি ভাঙার অভিযোগ করেন ওই শিক্ষক। ছাত্রনেতাদের পাল্টা দাবি ছিল, কলেজ ভবনের চাঙড় খসে পড়ে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তদন্তের জন্য আমহার্স্ট স্ট্রিট থানার দ্বারস্থ হন অধ্যক্ষ।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, বিদ্যাসাগর কলেজের বিধান সরণি ক্যাম্পাস থেকে শঙ্কর ঘোষ লেনের ক্যাম্পাসে যাওয়ার পথে, কলেজ চত্বরের মধ্যেই গাড়িটি রাখা ছিল। পুলিশ ওই গাড়ির সামনে লাগানো কয়েকটি সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে। তবে তাতে গাড়িটির কোনও ছবি ছিল না। এর পরে ক্যাম্পাসের আরও কয়েকটি সিসি ক্যামেরার ফুটেজে পুলিশ দেখে, গাড়িটির দিকে মুখ করা সিসি ক্যামেরাগুলিকে অন্য দিকে ঘুরিয়ে দিচ্ছেন কয়েক জন ছাত্র। জানলা দিয়ে লাঠি বার করে ক্যামেরার মুখ ঘুরিয়ে দিতে থাকা পড়ুয়াদের ছবি দেখানো হয় কলেজের শিক্ষকদেরও। তাঁদেরই এক জন বলেন, ‘‘কলেজে ১৯ বছর ধরে রয়েছি। এমন দেখিনি। ওই ছাত্রদের দোষেই বিদ্যাসাগরের মূর্তি ভাঙার কোনও ফুটেজ আজ হাতে নেই।’’

কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সানু মাকাল মঙ্গলবার বলেন, ‘‘অনেকেই অনেক অভিযোগ করবেন। সব কি সত্যি?’’ এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি বিদ্যাসাগর কলেজের অধ্যক্ষ গৌতম কুন্ডুও। তিনি বলেন, ‘‘এগুলো সবই কলেজের অভ্যন্তরীণ ব্যাপার। ঘটনাটা অনেক দিন আগে ঘটেছিল। এ নিয়ে বাইরে কিছুই বলতে চাই না।’’ ভাঙা মূর্তিটির সংস্কার প্রসঙ্গে গৌতমবাবু বলেন, ‘‘আগে ২৩ তারিখ (লোকসভা ভোটের ফল ঘোষণার দিন) যাক, তার পরে সব হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE