ভোর থেকে মাঝরাত পর্যন্ত জমজমাট থাকে পাড়া। সেই পাড়াতেই মঙ্গলবার ভরসন্ধ্যায় শৌচাগারের জানলা ভেঙে চুরি হওয়ায় তাজ্জব বাসিন্দারা।
ওই দিন বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটেছে যাদবপুর গার্লস হাইস্কুল সংলগ্ন প্রিন্স গোলাম হুসেন শাহ রোডে, অভিনেতা জয়ন্ত দত্তবর্মণের বাড়িতে। তাঁর বাড়ির একতলায় সপরিবার ভাড়া থাকেন অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী চন্দনকুমার গুহ। তিনি জানান, বিকেল চারটে নাগাদ ঘরে তালা দিয়ে বেরিয়েছিলেন তাঁরা। ৭টা নাগাদ বাড়ি ফিরে তালা খুলে দেখেন, দরজা ভিতর থেকে বন্ধ। পরে দেখা যায়, শৌচাগারের জানলা ভাঙা।
চন্দনবাবু বলেন, ‘‘পাড়ার ক্লাবের ছেলেরা এসে ঘরের দরজা খোলার ব্যবস্থা করলে ঢুকে দেখি আলমারি ভাঙা। সব জিনিস তছনছ। বাড়িতে হাজার পাঁচেক টাকা আর কিছু সোনা-রুপোর গয়না ছিল, সব উধাও।’’
সে সময়ে শহরের বাইরে ছিলেন জয়ন্তবাবু। সেখান থেকেই ঘটনার কথা যাদবপুর থানায় জানান তিনি। বাড়িটির পিছনে একটি পরিত্যক্ত কারখানার জমিতে জঙ্গল হয়ে রয়েছে। দুষ্কৃতীরা সেই পথ দিয়েই ঢুকেছিল বলে অনুমান পুলিশের। স্থানীয় বাসিন্দা ভোলা মিত্র বলেন, ‘‘এই তল্লাটে এমন ঘটনার কথা আগে শোনা যায়নি। সারা দিন পাড়া জমজমাট থাকলেও, এখন অপরিচিত লোকের আনাগোনা আগের তুলনায় বেড়েছে। এলাকায় পুলিশি টহলও দেখা যায় না।’’ যদিও যাদবপুর থানার বক্তব্য, এলাকার প্রতিটি রাস্তায় নিয়মিত টহল দেয় পুলিশ।
অন্য দিকে, মঙ্গলবার রাতেই বালির জগৎ জগৎ ব্যানার্জি লেনে থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে এক আয়কর অফিসারের ফাঁকা বাড়ি থেকে লুঠ হল টাকা-গয়না। পুলিশ জানায়, সৌরভ ভারতী নামে ওই অফিসার ২৪ তারিখ ছেলেকে নিয়ে পুরুলিয়া গিয়েছিলেন পর্বতারোহণ ট্রেনিং ক্যাম্পে যোগ দিতে। তাঁর স্ত্রী কলকাতায় বাপের বাড়িতে এবং বাবা-মা বর্ধমানে দেশের বাড়িতে চলে যান। ফলে বালির বাড়ি ছিল ফাঁকাই। বুধবার সৌরভবাবুদের পরিচারিকা ওই বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময়ে দেখেন, গ্রিলের তালা ভাঙা, দরজা খোলা। তিনি প্রতিবেশীদের সব জানালে খবর যায় পুলিশে। ফোনে সৌরভবাবুদেরও বিষয়টি জানানো হয়। খবর পেয়েই ফিরে আসেন সৌরভবাবুর স্ত্রী। পুলিশ জানিয়েছে, লক্ষাধিক টাকার গয়না, ৪০ হাজার টাকা ও মূল্যবান কিছু জিনিস চুরি গিয়েছে। তদন্ত শুরু হয়েছে।