সিগন্যাল লাল। দাঁড়িয়ে রয়েছে একাধিক গাড়ি। আচমকা সেখানে এসে একটি পণ্য-বোঝাই পিক-অ্যাপ ভ্যান পর পর কয়েকটি মোটরবাইকে ধাক্কা মারার পরে একটি আবর্জনা ফেলার গাড়িতে ধাক্কা দিয়ে দাঁড়িয়ে পড়ে। শনিবার সকাল ৯টা নাগাদ ভিআইপি রোডের কেষ্টপুর মোড়ে এই ঘটনাটি ঘটে। ওই পিক-আপ ভ্যান এবং সেটির চালককে আটক করা হয়েছে। চালক মত্ত অবস্থায় ছিলেন বলে পুলিশ সূত্রের খবর। এই ঘটনায় এক মহিলা-সহ পাঁচ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে চার জনকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে দু’জনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। দু’জন সেখানে চিকিৎসাধীন। এক জনের পা ভেঙেছে।
এ দিন সকালে বাগুইআটির দিক থেকে উল্টোডাঙা অভিমুখে যাচ্ছিল পণ্য-বোঝাই গাড়িটি। কেষ্টপুর মোড়ের সিগন্যাল লাল থাকায় একাধিক গাড়ি সেখানে দাঁড়িয়ে ছিল। পণ্যবাহী গাড়িটি সিগন্যালে দাঁড়িয়ে থাকা পর পর কয়েকটি বাইকে ধাক্কা মারে। তার পরে একটি জঞ্জালের গাড়িতে ধাক্কা মেরে দাঁড়িয়ে যায়। ওই গাড়িটির তলায় চলে যান এক ব্যক্তি। তাঁকে-সহ আহত চার জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয়দের অভিযোগ, চালকদের একাংশের হুঁশ কিছুতেই ফিরছে না। তার উপরে এ দিন ওই চালক পুরোপুরি মত্ত অবস্থায় ছিলেন। যে কারণে তিনি কোনও ভাবেই গতি নিয়ন্ত্রণ করতে পারেননি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)