Advertisement
২০ এপ্রিল ২০২৪

লক্ষাধিক লোপাট, ধৃত ৩

প্রথমে প্রশিক্ষণ ও পরে চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগে দুই মহিলা-সহ তিন ব্যক্তিকে গ্রেফতার করল বিধাননগর পূর্ব থানার পুলিশ।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ মে ২০১৬ ০৩:৪৪
Share: Save:

প্রথমে প্রশিক্ষণ ও পরে চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগে দুই মহিলা-সহ তিন ব্যক্তিকে গ্রেফতার করল বিধাননগর পূর্ব থানার পুলিশ। শনিবার, দুর্গাপুর থেকে। ধৃতদের নাম দীপ অধিকারী (৩২), রেশমী কুমারী (৩৩) ও মিনারা বেগম (২৩)। পুলিশ জানায়, সল্টলেকে বিএইচ ব্লকের একটি বাড়ি ভাড়া নিয়েছিল ইম্যাজিন বিজনেস প্রাইভেট লিমিটেড নামের একটি বেসরকারি সংস্থা। অভিযোগ, সংস্থাটি বিভিন্ন স্নাতক স্তরের ইঞ্জিনিয়ারদের প্রশিক্ষণ ও চাকরির বন্দোবস্ত করার প্রতিশ্রুতি দিয়ে কারও কাছ থেকে ৩৫ হাজার, কারও কাছ থেকে ৪০ হাজার করে টাকা নিয়েছিল। কিন্তু টাকা দিয়েও চাকরি পাননি অনেকেই।

বিধাননগর পূর্ব থানায় প্রতারণার অভিযোগ দায়ের হতেই তদন্তে নামে পুলিশ। সংস্থাটির দুই অধিকর্তা দীপ ও রেশমী এবং এইচআর প্রধান মিনারাকে আটক করা হয়। জেরায় তাঁদের কথায় অসঙ্গতি থাকায় গ্রেফতার করা হয় ওই তিন জনকে। সংস্থার অফিসে তল্লাশি চালিয়ে নগদ ৩ লক্ষ টাকা, প্রচুর ভুয়ো নথি, ব্যাঙ্কের পাসবুক বাজেয়াপ্ত করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানায়, কমপক্ষে প্রায় ১০০ জন আবেদনকারীকে এই ভাবে প্রতারিত করেছে সংস্থাটি। ধৃতদের রবিবার বিধাননগর আদালতে তোলা হলে পুলিশি হেফাজতের নির্দেশ হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

money cheating arrested
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE