Advertisement
২৪ এপ্রিল ২০২৪

ভিআইপি রোডে আরও তিনটি আন্ডারপাস

ভিআইপি রোডের যানজট এড়াতে তৈরি হয়েছে উড়ালপুল ও তিনটি আন্ডারপাস। এর পরে দেখা গেল কেষ্টপুর, বাগুইআটি থেকে যানজট উধাও। কিন্তু তেঘরিয়া, রঘুনাথপুর, কৈখালি মোড়ে যানজট হচ্ছে। কারণ, পথচারীদের রাস্তা পারাপার।

গতির বাধা। ছবি: স্নেহাশিস ভট্টাচার্য।

গতির বাধা। ছবি: স্নেহাশিস ভট্টাচার্য।

আর্যভট্ট খান
শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০১৫ ০০:৩৯
Share: Save:

ভিআইপি রোডের যানজট এড়াতে তৈরি হয়েছে উড়ালপুল ও তিনটি আন্ডারপাস। এর পরে দেখা গেল কেষ্টপুর, বাগুইআটি থেকে যানজট উধাও। কিন্তু তেঘরিয়া, রঘুনাথপুর, কৈখালি মোড়ে যানজট হচ্ছে। কারণ, পথচারীদের রাস্তা পারাপার।

এই যানজট কমাতেই এ বার উদ্যোগী হয়েছে রাজ্য পূর্ত দফতর। দফতরের ইঞ্জিনিয়াররা জানিয়েছেন, ভিআইপি রোডে আরও তিনটি আন্ডারপাস তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাজ শুরু হতে চলেছে শীঘ্রই। তেঘরিয়া, কৈখালিতে একটি করে আন্ডারপাস হবে। তৃতীয়টি হবে তেঘরিয়া ও কৈখালির মাঝের কোনও জায়গায়। জায়গা খোঁজার কাজ চলছে। স্থানীয় বিধায়ক পূর্ণেন্দু বসু বলেন, ‘‘তিনটি আন্ডারপাসই নয়, পাশে সার্ভিস রোড তৈরির কাজ চলছে। রাস্তাও চওড়া হবে। এতে গাড়ির গতি আরও বেড়ে যাবে।’’

কয়েক বছর আগের ছবি ছিল একেবারেই আলাদা। কেষ্টপুর বা বাগুইআটিতে পারাপারের জন্য দীর্ঘ ক্ষণ গাড়ি দাঁড়িয়ে থাকত। অফিসটাইমে গাড়ির লম্বা লাইন পড়ে যেত। এমনকী রাত ১১টাতেও দেখা যেত কেষ্টপুর বা বাগুইআটিতে দীর্ঘ যানজট। এয়ারপোর্টগামী যাত্রীদের এই যানজটে আটকে উড়ান ধরতে না পারার মতো ঘটনাও ঘটেছে।

আন্ডারপাস ও উড়ালপুল হওয়ার জন্য সেই পরিস্থিতি কেষ্টপুর বা বাগুইআটিতে নেই। কিন্তু সেই যানজট কিছুটা হলেও ফিরে এসেছে তেঘরিয়া ও কৈখালিতে। সাধারণ মানুষের আশঙ্কা ভিআইপি রোডের ধারে যে ভাবে জনসংখ্যা বাড়ছে তাতে যানজট আরও জটিল হবে। বিধাননগর কমিশনারেটের এক ট্রাফিক কর্তা বলেন, ‘‘এখন বাগুইআটি উড়ালপুল দিয়ে গাড়ি কোথাও বাধা না পেয়ে দ্রুত নেমে আসছে। উড়ালপুলের উপর দিয়ে আসা গাড়িও রাস্তা ফাঁকা পেয়ে দ্রুত চলে আসছে। কিন্তু সব গাড়ি এসে বাধা পাচ্ছে তেঘরিয়া ও কৈখালিতে। সেখানে মানুষের রাস্তা পারাপারের জন্য গাড়ি আটকে যাচ্ছে। তেঘরিয়া বা কৈখালিতে আন্ডারপাস হলে আর এই সমস্যা থাকবে না।’’ এলাকার বিধায়ক পূর্ণেন্দু বোসের আশ্বাস, ‘‘সংশ্লিষ্ট ইঞ্জিনিয়াররা জানিয়েছেন এই বছরই আন্ডারপাস নির্মাণের কাজ শুরু হবে। বাগুইআটি এ‌লাকায় যেরকম দ্রুততার সঙ্গে তিনটি আন্ডারপাস হয়েছিল সেই রকম দ্রুত গতিতেই কাজ শেষ হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE