হাওড়ার চকপাড়ায় তৃণমূলের যুব সংগঠনের এই কার্যালয়ে হামলা চালানোর অভিযোগ উঠল স্থানীয় কয়েক জন দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনাটি মঙ্গলবার সকালের। পুলিশ জানায়, সকাল ১১টা নাগাদ জনা দশেক দুষ্কৃতী ওই কার্যালয়ে হামলা চালিয়ে সংগঠনের সদস্যদের মারধর করে। ব্যাপক ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ। ঘটনাটি নিয়ে লিলুয়া থানায় অভিযোগ দায়ের হয়েছে। চকপাড়া-আনন্দনগর অঞ্চলের যুব সভাপতি সুজিত শীল বলেন, ‘‘ওই যুবকেরা এলাকায় সিন্ডিকেটের ব্যবসা শুরু করেছিল। আমরা এলাকাগত ভাবে প্রতিবাদ করাতেই এই হামলা। এই ঘটনায় আমাদের দলেরই কিছু লোক জড়িত।’’