পরিকল্পিত শহর নিউ টাউন। তবুও সেখানে বহু জায়গায় ভেঙেচুরে রয়েছে রাস্তা। অনেক জায়গায় ফুটপাতের অবস্থাও বেহাল। পুজোর আগে, সেপ্টেম্বরে কোনও কোনও জায়গায় জলও জমেছিল। সেই জমা জল ছিল এক দিনেরও বেশি সময়। তা নিয়ে দৃশ্যতই ক্ষুব্ধ ছিলেন বাসিন্দারা। মোটা অঙ্কের কর দেওয়ার পরেও ন্যূনতম পরিষেবা কেন তাঁরা পাবেন না, সেই প্রশ্নও তুলেছিলেন তাঁরা।
অবশেষে বছর ঘোরার মুখে নিউ টাউনের ভাঙা রাস্তা ও ফুটপাত সারাতে উদ্যোগী হল এনকেডিএ। সূত্রের খবর, রাজ্য সরকারের ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পের আওতায় সেখানে বেশ কিছু রাস্তা ও ফুটপাত সারাইয়ের কাজ হবে। আনুমানিক ৬৪ লক্ষ টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে খবর। যার মধ্যে ৫৪ লক্ষ টাকা রাস্তা ও ১০ লক্ষ টাকা ফুটপাত তৈরির জন্য ব্যয় করা হবে বলে এনকেডিএ সূত্রের খবর।
এনকেডিএ-র তরফে জানানো হয়েছে, প্রকল্প রূপায়ণের জন্য দরপত্র ডাকা হয়েছে ইতিমধ্যেই। আবাসিকদের অভিযোগ, বর্ষার কারণে ভেঙেচুরে যাওয়া রাস্তা এত দিন পড়ে ছিল। সাজানো, ঝাঁ চকচকে শহরে যা নিতান্তই বেমানান। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’-এর শিবিরে রাস্তা নিয়ে অনেকেই নিজেদের অভিযোগের কথা সরকারি আধিকারিকদের কাছে জানিয়েছিলেন। তবেই বিষয়টি নিয়ে নড়ে বসেছে প্রশাসন।
সাধারণত বুথ পর্যায়ের উন্নয়নের কাজের জন্য ওই শিবির করা হচ্ছে। তাই নির্ধারিত কিছু কিছু বুথ ধরেই ওই সব রাস্তা ও ফুটপাত সারাই করা হবে বলে জানা গিয়েছে। এনকেডিএ-র তরফে যে দরপত্র তাদের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে, তাতে বলা হচ্ছে ২৯৭, ২৯৮ ও ২৯৯ নম্বর বুথের অধীনে অ্যাকশন এরিয়া-১ এর দশটি রাস্তা সারাই করা হবে। সেখানকার ৩৬, ৪৭, ৬৩, ৬৪, ৬৫, ৬৭, ৬৮, ৭৪, ৮৭, ৮৯ ও ৯১ নম্বরের রাস্তাগুলি সারাই করা হবে। এর বাইরে ৩০৪ ও ৩১৩ নম্বর বুথের অধীন ১ ও ২ নম্বর অ্যাকশন এরিয়ার ৬২২ ও ৬৪৫ রাস্তা দু’টি সারাই করা হবে। ৩১২ নম্বর বুথের অধীন অ্যাকশন এরিয়া-১ এর ২৯৫, ২৯৩, ২৭৩ ও ২৭১ নম্বর এবং ৩০২ নম্বর বুথের অধীন ১২৬ ও ১৩৪ নম্বর রাস্তাটি সারাইয়ের কথাও দরপত্র বলা হয়েছে।
উল্লেখ্য, শহর নিউ টাউনে বরাবরই ভোটের ফলাফলে পিছিয়ে থাকে শাসক দল তৃণমূল। কয়েক মাস পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে ক্ষোভের আঁচ কিছুটা প্রশমিত করতেই এই পদক্ষেপ কিনা, তা নিয়ে চর্চা চলছে বাসিন্দাদের মধ্যেই। বাসিন্দাদের সংগঠন নিউ টাউন সিটিজেন্স ওয়েলফেয়ার ফ্রেটারনিটির সম্পাদক সমীর গুপ্তের অভিযোগ, নিউ টাউনের একাধিক রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ বেশ কয়েক মাস ধরে। তিনি বলেন, ‘‘ভোট আসছে বলেই হয়তো কিছু কিছু রাস্তা সারাই হবে। নাগরিকেরা এতে উপকৃত হবেন। তবে নিউ টাউনের মতো আধুনিক শহরে রাস্তায় জল জমে যাওয়া, রাস্তায় আবর্জনা পড়ে থাকাটা কাঙ্খিত নয়। নাগরিক পরিষেবার এই দিকগুলিতেও প্রশাসন নজর দেবে বলে আশা রাখি।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)