সাত সকালে ট্যাক্সি থামিয়ে ছিনতাই! তাও মধ্য কলকাতার বুকে, পুলিশের সামনে, এমনটাই অভিযোগ। রাস্তায় রাস্তায় সে সময় পুলিশি টহল চলছে। মোড়ে মোড়ে রয়েছেন ট্রাফিক সার্জেন্টরা!
হাওড়ার বঙ্গবাসী মোড়ে কাপড়ের ব্যবসা সুদীপ রঞ্জন শর্মার। আদতে ত্রিপুরার বাসিন্দা। বৃহস্পতিবার সকালে হাওড়া থেকেই রওনা হয়েছিলেন বিমানবন্দরের উদ্দেশে। সুদীপ বলেন, “আমার ফ্লাইট ছিল সকাল সাড়ে ৮টায়। একটা হলুদ ট্যাক্সির সঙ্গে তিনশো টাকায় চুক্তি হয়।” তার পরের ঘটনায় তাজ্জব হয়ে গিয়েছেন এই ব্যবসায়ী।
সুদীপের কথায়: “ট্যাক্সিটা পোস্তা ফ্লাইওভারের তলা দিয়ে যাচ্ছিল। তখন ভোর সাড়ে ৬টা। উড়ালপুলের যে অংশটা ভেঙে গিয়েছে, ঠিক তার আগে হঠাৎ ট্যাক্সিচালক গাড়ি থামিয়ে দেন। আমার তাড়া ছিল। চালককে থামার কারণ জিজ্ঞাসা করতেই তিনি বলেন, পিছনে কেউ দাঁড়াতে বলছে। আমি কিছু বোঝার আগেই একটা ছেলে ট্যাক্সির পিছনের ডান দিকের দরজা খুলে ওঠার চেষ্টা করে। আমি বাধা দিই। দরজা টেনে আটকে দিই। তখন সামনের সিটে জোর করে চার জন যুবক উঠে যায়।”