Advertisement
৩০ এপ্রিল ২০২৪
Human Trafficking

পাচার হওয়া কিশোরী উদ্ধার মহারাষ্ট্রে

স্বেচ্ছাসেবী সংস্থা দু’টি জানাচ্ছে, ওই কিশোরীকে প্রথম ২০১৮ সালে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল ওই পাচারকারীরা।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৩ জুন ২০২০ ০৩:০৮
Share: Save:

পাচারের ছক ভেস্তে যাওয়ার পরে দু’ বছর ধরে উত্তর ২৪ পরগনার বাগদার এক কিশোরীর উপরে নজর রেখেছিল দুষ্কৃতীরা। তাকে ফোনে হুমকিও দেওয়া হত। একাধিক বার কিশোরীর পরিবার থানায় অভিযোগ দায়ের করে। কিন্তু তা সত্ত্বেও পাচারকারীদের ধরতে ব্যর্থ হয় বাগদা থানা। ইতিমধ্যে এই বছরের জানুয়ারিতে ফের তাকে তুলে নিয়ে যায় সেই পাচারকারীরা। শেষ পর্যন্ত মহারাষ্ট্র পুলিশ ও দুই স্বেচ্ছাসেবী সংস্থার তৎপরতায় রবিবার রাতে ওই রাজ্যের রায়পুর থেকে ওই কিশোরী উদ্ধার হয়।

স্বেচ্ছাসেবী সংস্থা দু’টি জানাচ্ছে, ওই কিশোরীকে প্রথম ২০১৮ সালে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল ওই পাচারকারীরা। সে সময়ে বাগদা থানার পুলিশ দমদম থেকে ওই কিশোরীকে উদ্ধার করে। পাশের গ্রামের বাসিন্দা তিন পাচারকারীর নাম ধরে ওই কিশোরীর পরিবারের তরফে বাগদা থানায় অভিযোগ দায়ের করা হয়। তার পর থেকেই অভিযোগ তুলে নেওয়ার জন্য কিশোরী ও তার পরিবারকে ফোনে হুমকি দিত দুষ্কৃতীরা। সেই তথ্যও পুলিশকে দেওয়া হয়েছিল বলেই স্বেচ্ছাসেবী সংস্থা দু’টি দাবি করেছে। তা সত্ত্বেও কেন বাগদা থানা ওই পাচারকারীদের গ্রেফতার করতে পারল না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

গত ৩১ জানুয়ারি ওই কিশোরী বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়। সে তখন মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। স্বেচ্ছাসেবী সংস্থা দু’টি জানাচ্ছে, পুলিশকে জানানো হয়েছিল তিন পাচারকারী গ্রামে ফিরে এসেছে। তবে কিশোরী নিখোঁজের দিন থেকে এক জনের হদিস নেই। পাচার হওয়ার পরে মায়ের ফোনে একটি মিসড কল দিতে পেরেছিল ওই কিশোরী। সেই সূত্র ধরেই রবিবার রাতে সে উদ্ধার হয়েছে। আপাতত সে মহারাষ্ট্রের একটি হোমে রয়েছে।

অভিযোগ, ওই পাচারকারীদের এক জনই এ বার কিশোরীকে তুলে নিয়ে যায়। স্বেচ্ছাসেবী সংস্থার তরফে শিবপদ পাল জানান, কিশোরীর ফোনের টাওয়ার লোকেশন মহারাষ্ট্র—এ বার বাগদা থানা শুধু এটুকুই জানাতে পেরেছে।

কেন সব তথ্য থাকা সত্ত্বেও পাচারকারীদের দু’ বছর ধরে গ্রেফতার করতে পারল না বাগদা থানা? বনগাঁর পুলিশ সুপার তরুণ হালদার জানান, বিষয়টি খতিয়ে দেখা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Human Trafficking Crime Maharashtra
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE