Advertisement
০২ মে ২০২৪

কানে হেডফোন, ট্রেনের ধাক্কায় মৃত্যু

হেডফোন লাগানো অবস্থায় ওই যুবককে লাইন ধরে আসতে দেখে রেলকর্মীরা তাঁকে সতর্কও করেন। প্রত্যক্ষদর্শীদের থেকে পুলিশ জেনেছে, তখনই স্টেশনে ঢুকছিল দমদমগামী একটি লোকাল। চালক একাধিক বার হর্ন বাজালেও অনিন্দ্য শুনতে পাননি।

অনিন্দ্য দত্ত

অনিন্দ্য দত্ত

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৩ জুলাই ২০১৯ ০১:১৪
Share: Save:

রেললাইন ধরে হাঁটা এমনিতেই দণ্ডনীয় অপরাধ। তার উপরে কানে লাগানো হেডফোন! রেলের লাগাতার প্রচার সত্ত্বেও কেউ কেউ যে সচেতন হচ্ছেন না, শুক্রবার ফের তার প্রমাণ মিলল বিধাননগর রোড স্টেশনে। হেডফোন লাগানো থাকায় ট্রেনের হর্ন শুনতে পাননি বছর সাতাশের এক যুবক। ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে এন আর এসে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। মৃতের নাম অনিন্দ্য দত্ত। বাড়ি অশোকনগরের নয়া সমাজ এলাকায়।

রেলপুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন বেলা ১২টা নাগাদ কাঁকুড়গাছির দিক থেকে রেললাইন ধরে বিধাননগর রোড স্টেশনের দিকে আসছিলেন অনিন্দ্য। সে সময়ে লাইনের এক দিকে কাজ চলছিল। হেডফোন লাগানো অবস্থায় ওই যুবককে লাইন ধরে আসতে দেখে রেলকর্মীরা তাঁকে সতর্কও করেন। প্রত্যক্ষদর্শীদের থেকে পুলিশ জেনেছে, তখনই স্টেশনে ঢুকছিল দমদমগামী একটি লোকাল। চালক একাধিক বার হর্ন বাজালেও অনিন্দ্য শুনতে পাননি।

প্রসঙ্গত, উল্টোডাঙা উড়ালপুল মেরামতির কারণে এখন হাডকো মোড়ে যানজট হচ্ছে। রেলপুলিশের অনুমান, তা এড়াতে এবং সময় বাঁচাতে অনিন্দ্য ওই পথে স্টেশনের দিকে আসছিলেন।

স্থানীয় সূত্রের খবর, পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার ওই যুবক পাঁচ নম্বর সেক্টরে একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজ করতেন। এলাকার লোকজন তাঁকে ডাকতেন সায়ন নামে। অনিন্দ্যর বাবা তপন দত্ত অবসরপ্রাপ্ত পুলিশকর্মী। মা রূপা দত্ত গৃহবধূ। তাঁদের এক আত্মীয় সন্দীপন দত্তের অবশ্য দাবি, এক নম্বর প্ল্যাটফর্মে নেমে অটো ধরতে যাচ্ছিলেন ওই যুবক। তখনই ঘটে দুর্ঘটনা। তবে রেলপুলিশ জানিয়েছে, রাত পর্যন্ত পরিবারের তরফে কোনও অভিযোগ দায়ের হয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Death Accident Train Bidhannagar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE