Advertisement
E-Paper

উঠল ধর্মঘট, বাজার তবুও চড়া

গ্রাহক এবং ক্রেতাদের আশ্বস্ত করে সোমবার মাঝ রাত থেকে ট্রাক ধর্মঘট উঠে গেলেও শহরে বাজারের পরিস্থিতি স্বাভাবিক হল না। বিভিন্ন বাজারের ব্যবসায়ীরা জানান, ধর্মঘট উঠে গেলেও ট্রাক চলাচল স্বাভাবিক না হওয়ায় এই বিপত্তি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০১৫ ০২:১৯

গ্রাহক এবং ক্রেতাদের আশ্বস্ত করে সোমবার মাঝ রাত থেকে ট্রাক ধর্মঘট উঠে গেলেও শহরে বাজারের পরিস্থিতি স্বাভাবিক হল না। বিভিন্ন বাজারের ব্যবসায়ীরা জানান, ধর্মঘট উঠে গেলেও ট্রাক চলাচল স্বাভাবিক না হওয়ায় এই বিপত্তি। ফলে মঙ্গলবারও শহরের বিভিন্ন বাজারে ডিমের আকাল ছিল। মাছ-সহ অন্য সব্জির দাম ছিল চড়া।

শিয়ালদহে ডিমের পাইকারি বাজার সূত্রে খবর, মঙ্গলবার পাইকারি বাজারে দু’লক্ষ একত্রিশ হাজারটি ডিম আসে। এ দিন শহরের বিভিন্ন বাজারে মাছের দামও ছিল চড়া। কাটা পোনার কিলো ছিল ৩০০ টাকা, গোটা কাতলা ২৫০ টাকা, পাবদা ৫০০ টাকা, ট্যাংরা ৬০০ টাকা, পমফ্রেট ৫৫০ টাকা কিলো।

শিয়ালদহের পাইকারি মাছের বাজারে সূত্রে খবর, বেলার দিকে অন্ধ্র প্রদেশ থেকে মাত্র পাঁচ ট্রাক মাছ এসেছে। অন্য দিনে ১৫ থেকে ১৬ ট্রাক মাছ ঢোকে। মানিকতলা বাজারের মাছ বিক্রেতা মোহন বাগ বলেন, ‘‘ক’দিন হল পাইকারি বাজারে মাছের দাম প্রতি কিলো প্রায় ৫০ থেকে ৭০ টাকা বেড়ে গিয়েছে। কমেছে জোগানও।’’

এ দিন শহরের বিভিন্ন বাজারে পেঁয়াজের দাম ছিল কিলো প্রতি ৭০ টাকা। বাঘাযতীন বাজারের সব্জিবিক্রেতা সঞ্জীব পাল, কৃষ্ণ শাসমল জানান, পাইকারি বাজারে সব্জির দাম খুব চড়া। গত ক’দিন ধরে বাজারে সব্জি খুব কম আসছে। ট্রাক ধর্মঘটের কারণেই এই হাল হয়েছিল। ব্যবসায়ীদের আশা, এ বার হয়তো স্বাভাবিক হবে।

high price truck strike truck strike withdrawn market price untouchable untouchable price
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy