Advertisement
১৯ এপ্রিল ২০২৪

নদীতে যাবে সুড়ঙ্গ

আর মাত্র পাঁচ দিন। হাওড়া স্টেশনের নীচ দিয়ে কেটে চলা সুড়ঙ্গ এ বার পৌঁছে যাবে হুগলি নদীর পাড়ে। জমি জটে গতি আটকে যাওয়া পাঁচ-পাঁচটি কলকাতা মেট্রোর প্রকল্পের কাজ থমকে থাকলেও ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ কিছুটা হলেও এগিয়েছে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১০ এপ্রিল ২০১৭ ০০:০১
Share: Save:

আর মাত্র পাঁচ দিন। হাওড়া স্টেশনের নীচ দিয়ে কেটে চলা সুড়ঙ্গ এ বার পৌঁছে যাবে হুগলি নদীর পাড়ে। জমি জটে গতি আটকে যাওয়া পাঁচ-পাঁচটি কলকাতা মেট্রোর প্রকল্পের কাজ থমকে থাকলেও ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ কিছুটা হলেও এগিয়েছে। ইস্ট-ওয়েস্ট মেট্রো সূত্রে খবর, চার-পাঁচ দিনের মধ্যেই সুড়ঙ্গ পৌঁছে যাবে হুগলি নদীর পাড়ে। তার পরে নদীর নীচ দিয়ে ওই সুড়ঙ্গ পৌঁছে যাবে হাওড়া ময়দান পর্যন্ত।

এই মুহূর্তে কাজ চলছে হাওড়া স্টেশন থেকে হুগলি নদী পর্যন্ত।

হাওড়া ময়দান থেকে হুগলি নদী পর্যন্ত মোট দূরত্ব ১১০০ মিটার। আপ এবং ডাউন মিলিয়ে সুড়ঙ্গ (টুইন টানেল) কাটা হবে ২২০০ মিটার। নতুন নকশা অনুযায়ী ময়দান থেকে শিয়ালদহ পর্যন্ত মোট সুড়ঙ্গ পথের দূরত্ব হবে ৭.১৯ কিলোমিটার। এই পথের গোটাটাই হবে সুড়ঙ্গ দিয়ে।

ইস্ট-ওয়েস্ট মেট্রোর কর্তাদের মতে, হুগলি নদীর কাছে পৌছনোর পরেই নদীর তলায় সুড়ঙ্গ কাটার কাজ শুরু হবে। যেখানে সুড়ঙ্গ কাটা হবে সেখানে হুগলি নদীর জলের উচ্চতা ২৬ মিটারের কাছাকাছি। তাই সুড়ঙ্গ যাবে নদীর জলের ১৩ মিটার নীচ দিয়ে।

তবে যেহেতু এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের তলা দিয়ে যাবে ইস্ট-ওয়েস্ট মেট্রো। তাই এই স্টেশনের নীচেও শীঘ্র কাজ শুরু করবেন বলে জানিয়েছেন ইস্ট-ওয়েস্ট মেট্রো কর্তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Hooghly River Howrah Station Tunnel
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE