ছিনতাইয়ে বাধা দিতে গিয়ে এক প্রৌঢ়ের ছুরিকাহত হওয়ার ঘটনায় ধৃত দুই দুষ্কৃতী এর আগেও একাধিক বার পুলিশের হাতে গ্রেফতার হয়েছে বলে জানা গিয়েছে। পার্ক স্ট্রিট-সহ একাধিক থানা এলাকায় ওই দুই দুষ্কৃতীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এমনকি, পুলিশ তাদের গ্রেফতারও করেছিল।
জামিনে ছাড়া পেয়েই ওই দু’জন শুক্রবার পার্ক স্ট্রিট থানার নোনাপুকুর ট্রাম ডিপোর কাছে ওই প্রৌঢ়ের মোবাইল ছিনতাইয়ের চেষ্টা করে। তাতে বাধা দিলে রতনলাল নামের ওই প্রৌঢ়ের পেটে ছুরি মারে ওই দু’জন। বর্তমানে প্রৌঢ় ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, ঘটনার বারো ঘণ্টার মধ্যেই দুই অভিযুক্ত মহম্মদ সাজিদ এবং মহম্মদ সানোয়ারকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের শনিবার ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে বিচারক তাদের ৮ অগস্ট পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন। ছিনতাই হওয়া মোবাইল ফোনটি ধৃতদের কাছ থেকে উদ্ধারের চেষ্টা করছে পুলিশ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)