Advertisement
২১ মে ২০২৪

জোড়া মিছিলে ভুগল ব্যস্ত শহর

সপ্তাহের প্রথম দিনে জোড়া মিছিলে বিদ্ধ হল শহর। যার জেরে সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত যানজটে নাকাল হলেন শহরবাসী। পরিস্থিতি স্বাভাবিক হতে রাত গড়িয়ে যায় বলে পুলিশ জানায়।

অবরুদ্ধ ধর্মতলা। সোমবার। — নিজস্ব চিত্র।

অবরুদ্ধ ধর্মতলা। সোমবার। — নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১২ জুলাই ২০১৬ ০১:২৩
Share: Save:

সপ্তাহের প্রথম দিনে জোড়া মিছিলে বিদ্ধ হল শহর। যার জেরে সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত যানজটে নাকাল হলেন শহরবাসী। পরিস্থিতি স্বাভাবিক হতে রাত গড়িয়ে যায় বলে পুলিশ জানায়।

বিকেলে আলিপুর থেকে বৌবাজারে যেতে ট্যাক্সি ধরেছিলেন শিবনাথ দে। রেড রোডে পৌঁছতেই যানজট। ঢিমেতালে নেতাজি মূর্তির সামনে পৌঁছে থেমেই গেল গাড়ি। বেশ কিছুক্ষণ কেটে গেলেও ধর্মতলার দিকে আর গাড়ি নড়েনি। ‘‘অগত্যা নেতাজি মূর্তির আইল্যান্ড থেকে গাড়ি ঘুরিয়ে কাউন্সিল হাউস স্ট্রিট হয়ে মহাকরণের সামনে দিয়ে বৌবাজারে যেতে হয়েছে,’’ বলছেন তিতিবিরক্ত শিবনাথবাবু। একই অবস্থা ছিল টালিগঞ্জের উত্তম দাসেরও। ধর্মতলা থেকে শিয়ালদহের পথে ওয়েলিংটন স্কোয়ারের কাছে মিছিলে থমকে গেল বাসের গতি। শেষমেশ হেঁটেই গন্তব্যে যেতে
হয়েছে তাঁকে।

পুলিশ সূত্রের খবর, এমন পরিস্থিতিতে পড়ে এ দিন নাকাল হন অনেকেই। ভিড় এড়িয়ে দ্রুত গন্তব্যে পৌঁছতে মেট্রো ধরে এগোতে চেয়েছেন অনেক যাত্রী। ফলে ভিড় বেড়েছে পাতালেও। ট্রাফিক পুলিশ সূত্রে খবর, দুপুর আড়াইটে নাগাদ মৌলালি থেকে সংখ্যালঘুদের একটি মিছিল এস এন ব্যানার্জি রোড ধরে ধর্মতলার রানি রাসমণি অ্যাভিনিউয়ের দিকে রওনা দেয়। শ’দুয়েক মিছিলকারীর ভিড়ে শিয়ালদহ থেকে ধর্মতলামুখী যানচলাচল আটকে যায়। সেই জট সামলানোর আগেই বিকেল সাড়ে চারটে নাগাদ ওয়াই চ্যানেল থেকে লেনিন সরণি ধরে কলেজ স্কোয়ারের দিকে রওনা দেয় বামেদের মিছিল। পুলিশ বলেছে, কয়েক হাজার লোকের ওই মিছিলের জেরে লেনিন সরণি ধরে শিয়ালদহমুখী যান চলাচল বন্ধ
হয়ে যায়।

যানজট ছড়ায় সুবোধ মল্লিক স্কোয়ার, নির্মলচন্দ্র স্ট্রিট, গণেশচন্দ্র অ্যাভিনিউয়েও। হিন্দ সিনেমার সামনে দেখা যায়, কয়েক জন ভিড় কাটিয়ে মোটরবাইক হাঁটাতে হাঁটাতে এগিয়ে যাচ্ছেন। সার দিয়ে দাঁড়িয়ে পড়া গাড়ির ভিড়ে একটি ট্যাক্সিতে ছিলেন জনা কয়েক তরুণী। গরমে নাজেহাল হয়ে তাঁদের ক্ষোভ, ‘‘কাজের দিনে কেন যে এরা মিছিল করে! অযথা সাধারণ মানুষের হয়রানি!’’ এ দিন বামেদের মিছিল যত এগিয়েছে, ততই যানজট ছড়িয়েছে মধ্য কলকাতার মহাত্মা গাঁধী রোড, কলেজ স্ট্রিট, সূর্য সেন স্ট্রিট, বি বি গাঙ্গুলি স্ট্রিট-সহ একটি বড় অংশ জুড়ে। পুলিশ সূত্রে খবর, মহাত্মা গাঁধী রোডে হাওড়ার বাসে আটকে বসেছিলেন নিরূপম রায়। শেষমেশ বেজার মুখে বাস থেকে নেমে পড়ে বললেন, ‘‘নিত্যদিন এ শহরে যেন মিছিল
লেগেই রয়েছে!’’

পুলিশ জানায়, বামেদের মিছিলটি কলেজ স্কোয়ারে পৌঁছে রাস্তায় অবস্থান শুরু করে। ফলে জট আরও দীর্ঘায়িত হয়েছে। মহাত্মা গাঁধী রোড, সূর্য সেন স্ট্রিট, কলেজ স্ট্রিটে যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। পুলিশের দাবি, মিছিল এক-একটি গুরুত্বপূর্ণ মোড় পেরোনোর পরেই যান চলাচল শুরু হয়ে গিয়েছিল। কলেজ স্কোয়ারের সামনে থেকে অবস্থান ওঠার পরে দ্রুত গাড়ি চলাচল শুরু করা হলেও পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লেগেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

rallly political
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE