Advertisement
১৯ এপ্রিল ২০২৪
State news

কুকুর খুনের ঘটনায় গ্রেফতার ২ নার্সিং পড়ুয়া

এনআরএসে কুকুর খুনের ঘটনায় নার্সিং পড়ুয়া দুই ছাত্রীকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার হাসপাতালের গঠিত তদন্ত কমিটি দফায় দফায় জেরা করার পরই তাঁদের গ্রেফতার করে পুলিশ।

এই দুই নার্সিং ছাত্রীকেই গ্রেফতার করেছে পুলিশ। সোমা বর্মন অবং মৌটুসী মণ্ডল (বাঁ দিক থেকে)।

এই দুই নার্সিং ছাত্রীকেই গ্রেফতার করেছে পুলিশ। সোমা বর্মন অবং মৌটুসী মণ্ডল (বাঁ দিক থেকে)।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০১৯ ১৬:৫৫
Share: Save:

এনআরএসে কুকুর খুনের ঘটনায় নার্সিং পড়ুয়া দুই ছাত্রীকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার হাসপাতালের গঠিত তদন্ত কমিটি দফায় দফায় জেরা করার পরই তাঁদের গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ধৃতেরা হলেন মৌটুসী মণ্ডল এবং সোমা বর্মন। মৌটুসী এবং সোমা দু’জনেই যথাক্রমে হাসপাতালের প্রথম এবং দ্বিতীয় বর্ষের পড়ুয়া। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়ো দেখেই এঁদের সনাক্ত করেছে তদন্ত কমিটি।

ভিডিয়ো সূত্র ধরে এবং ভিডিয়োটি আহমেদ ডেন্টাল কলেজের যে দুই ছাত্র আপলোড করেছিলেন, তাঁদের সঙ্গে কথা বলে মোট ৫ সন্দেহভাজনকে চিহ্নিত করেছিল ওই তদন্ত কমিটি। তার মধ্যে তিন জন ছাত্রী ছিলেন। কমিটির নজরে ছিল হাসপাতালের আরও ৫ জন। ওই তিন জন সন্দেহভাজন ছাত্রীর মধ্যে দু’জনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, জেরায় কুকুর খুনের ঘটনা স্বীকার করেছেন তাঁরা।

দেখে নিন সেই ভিডিয়ো:

সন্দেহভাজনদের গ্রেফতারের দাবিতে মঙ্গলবার সকাল থেকেই এন্টালি থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছেন পশুপ্রেমীরা। সেখানেই উপস্থিত হয়েছেন টলি তারকারাও। অভিনেত্রী শ্রীলেখা মিত্র এবং তথাগত মুখোপাধ্যায়। তাঁরাও দোষীদের কড়া শাস্তি চেয়েছেন।

আরও পড়ুন: কুকুর খুনের ঘটনায় সন্দেহভাজনরা চিহ্নিত, তিন ছাত্রীকে জেরা পুলিশের, চলছে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

NRS hospital Dog Puppies Violence Crime
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE