Advertisement
২৫ এপ্রিল ২০২৪

চুরি করতে হেঁটেই শহরে দুই দুষ্কৃতী

সম্প্রতি গ্রেফতার হওয়া ওই দুই দুষ্কৃতী রবিউল মোল্লা ও সবুজ মোল্লার বাড়ি দক্ষিণ ২৪ পরগনার ঘুটিয়ারি শরিফে। পুলিশকে তারা জানিয়েছে, লকডাউনে কাজ না থাকায় হেঁটেই তারা কলকাতায় এসেছিল চুরির উদ্দেশ্যে। দুষ্কৃতীদের এই বেপরোয়া মনোভাবই এখন পুলিশের  চিন্তার কারণ।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ জুন ২০২০ ০৬:০৪
Share: Save:

লকডাউনের শহরে রাতে টহল দিচ্ছিলেন পুলিশকর্মীরা। সুনসান রাস্তায় দুই যুবককে হেঁটে যেতে দেখে সন্দেহ হয় তাঁদের। থামিয়ে জিজ্ঞাসাবাদ করতেই হতবাক পুলিশকর্মীরা। পরে গ্রেফতার করা হয় তাদের।

সম্প্রতি গ্রেফতার হওয়া ওই দুই দুষ্কৃতী রবিউল মোল্লা ও সবুজ মোল্লার বাড়ি দক্ষিণ ২৪ পরগনার ঘুটিয়ারি শরিফে। পুলিশকে তারা জানিয়েছে, লকডাউনে কাজ না থাকায় হেঁটেই তারা কলকাতায় এসেছিল চুরির উদ্দেশ্যে। দুষ্কৃতীদের এই বেপরোয়া মনোভাবই এখন পুলিশের চিন্তার কারণ।

কলকাতা পুলিশের গোয়েন্দারা জানিয়েছেন, লকডাউনে কাজ হারিয়েছেন প্রচুর মানুষ। দুষ্কৃতীরাও সেই তালিকায় রয়েছে। চুরি-ডাকাতি করতে বিভিন্ন জায়গা থেকে হেঁটেই যে তারা শহরে চলে আসতে পারে, এমনটা অনুমান করা হচ্ছিল বেশ কিছু দিন ধরে। অফিসারেরা লকডাউনের সময়ে কাজ হারানো সোর্সদের সাহায্য করেছেন বিভিন্ন ভাবে। আর তা করতে গিয়েই জানা যায়, অতীতে অপরাধের প্রমাণ রয়েছে, এমন দু’জন হেঁটেই কলকাতায় আসছে। সেই মতো জেলা লাগোয়া এলাকার থানাগুলিকে সতর্ক করা হয়েছিল। তাতেই ধরা পড়ে যায় ওই দু’জন।

গোয়েন্দাদের অনুমান, কাজ না-থাকায় চোর-ছিনতাইবাজেরা বেপরোয়া হয়ে উঠতে পারে। তাই আগে থেকেই শহরে ঢোকার বিভিন্ন রাস্তায় নজরদারি চালানো হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

lOCKDOWN thief
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE