Advertisement
১০ মে ২০২৪

অবশেষে মদ্যপানের কথা কবুল করলেন বিক্রম

‘না’ থেকে ‘হ্যাঁ’ বলতে সময় লাগল পাঁচ দিন। পুলিশি জেরার মুখে অবশেষে বিক্রম চট্টোপাধ্যায় কবুল করলেন, দুর্ঘটনার রাতে তিনি মদ খেয়েছিলেন। পাঁচ দিন আগে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সাংবাদিক সম্মেলন করেছিলেন বিক্রম।

জেরা: টালিগঞ্জ থানায় ঢুকছেন বিক্রম। ছবি: দেবস্মিতা ভট্টাচার্য

জেরা: টালিগঞ্জ থানায় ঢুকছেন বিক্রম। ছবি: দেবস্মিতা ভট্টাচার্য

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১১ মে ২০১৭ ০৫:২৪
Share: Save:

‘না’ থেকে ‘হ্যাঁ’ বলতে সময় লাগল পাঁচ দিন। পুলিশি জেরার মুখে অবশেষে বিক্রম চট্টোপাধ্যায় কবুল করলেন, দুর্ঘটনার রাতে তিনি মদ খেয়েছিলেন।

পাঁচ দিন আগে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সাংবাদিক সম্মেলন করেছিলেন বিক্রম। সেখানে তিনি দাবি করেছিলেন, ২৮ এপ্রিল রাতে তিনি মদ খাননি। এমনকী দুর্ঘটনার পরপরই হাসপাতালে থাকাকালীনও বিক্রমের সঙ্গে পুলিশের যেটুকু কথা হয়েছিল, সেখানেও এই দাবিই উঠে এসেছিল। যদিও প্রত্যক্ষদর্শীদের বয়ান বলছিল অন্য কথা।

অবশেষে মঙ্গল-বুধ মিলিয়ে সাত ঘণ্টারও বেশি জেরার মুখে বিক্রম স্বীকার করলেন, দুর্ঘটনার আগে মদ তিনি খেয়েছিলেন বটে। কিন্তু বেসামাল হয়ে যাননি বলেই এখনও তাঁর দাবি। এবং একই সঙ্গে তাঁর বক্তব্য, সোশ্যাল মিডিয়ায় তাঁর যে ছবি এবং ভিডিও নিয়ে এত বিতর্ক হচ্ছে, সেখানে তাঁর হাতে ধরা গ্লাসে মোটেই মদ ছিল না।

আরও পড়ুন: বীরবিক্রমে যুদ্ধে নামল দ্বিখণ্ডিত টেলি-পাড়া

কলকাতা পুলিশের অফিসাররা যদিও মনে করছেন, ‘‘বিক্রমের বয়ানে এখনও কিছু অসঙ্গতি রয়েছে।’’ শীঘ্রই বিক্রমকে ফের জেরা করা হতে পারে।

দুর্ঘটনা কী ভাবে ঘটল, তা নিয়েও এ দিন একটি নতুন ব্যাখ্যা দিয়েছেন বিক্রম। দুর্ঘটনার পরে তিনি বলেছিলেন, বাঁ দিকের গলি থেকে একটি গাড়ি বেপরোয়া গতিতে এসে তাঁর গাড়িকে চেপে দেয়। সিসিটিভি ফুটেজে অবশ্য তেমনটি ধরা পড়েনি। মঙ্গলবারের পর থেকে জেরায় বিক্রম একাধিক বার বলেছেন, ট্রামলাইনে গাড়ি ‘স্কি়ড’ করে যাওয়ায় ফুটপাথের পাশের স্তম্ভে ধাক্কা লেগেই নিয়ন্ত্রণ হারান। নিজে আহত হন, মারা যান তাঁর সঙ্গিনী সোনিকা সিংহ চৌহান।

লালবাজার সূত্রের খবর, বিক্রমের বয়ানে পুরো সন্তুষ্ট নন তদন্তকারীরা। বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর বিক্রম ‘মনে নেই’ বলে এড়িয়ে গিয়েছেন। তবে সোনিকা এবং বিক্রমের এক বন্ধুকে জেরা করে সে দিনের রাতের ঘটনাক্রম নিয়ে মোটামুটি একটা ধারণা হয়েছে পুলিশের।

মঙ্গলবার রাত থেকে মাত্র বারো ঘণ্টার ব্যবধানে অভিনেতা বিক্রমকে দু’দফায় জেরা করেন টালিগঞ্জ থানার তিন অফিসার। মঙ্গলবার রাত সওয়া একটা নাগাদ থানা থেকে বেরনোর সময় কোনও মন্তব্যই করতে চাননি বিক্রম। তাঁর চোখেমুখে ছিল একরাশ বিরক্তি। তাঁকে কড়া পুলিশি পাহারায় থানার বাইরে এনে গাড়িতে তুলে দেওয়া হয়। বুধবার বেলা পৌনে দু’টো নাগাদ বাবা এবং আইনজীবীকে সঙ্গে নিয়ে ফের থানায় হাজির হন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Vikram Chatterjee Drunk Sonika simgh Chouhan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE