E-Paper

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সিমেস্টারের মার্কশিট কেন দেবে না সংসদ, প্রশ্ন স্কুল ও পড়ুয়াদের

এ নিয়ে সংসদ জানিয়েছে, মার্কশিটে যেমন নম্বর লেখা থাকে, সেই একই রকম ভাবে তৃতীয়সিমেস্টারের মার্কশিটেও নম্বর লেখা থাকবে। তবে তার নীচেউচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সিলমোহর থাকবে না।

আর্যভট্ট খান

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৫ ০৯:৫৪

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সিমেস্টারের মার্কশিট কেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দেবে না, সেই প্রশ্ন তুলল বহু স্কুল। ওই সব স্কুল কর্তৃপক্ষের মতে, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ঘটা করে তৃতীয় সিমেস্টারের ফল ও মেধা তালিকা প্রকাশ করেছে। তা হলে মার্কশিট তারা কেন দেবে না, কেন স্কুলকে তা ডাউনলোডকরে প্রিন্ট আউট দিতে হবে পরীক্ষার্থীদের, সেই প্রশ্ন তুলেছেন তাঁরা। এমনকি, মেধাতালিকায় প্রথম থেকে দশের মধ্যে থাকা পড়ুয়াদের একাংশেরও প্রশ্ন, তারা যে তৃতীয় সিমেস্টারে মেধা তালিকায় আছে, তা যদি উচ্চ মাধ্যমিকশিক্ষা সংসদের দেওয়া মার্কশিটে উল্লেখ না থাকে, তা হলেসেই মেধা তালিকায় স্থান পাওয়ার কোনও গুরুত্ব ভবিষ্যতেথাকবে কি?

এ নিয়ে সংসদ জানিয়েছে, মার্কশিটে যেমন নম্বর লেখা থাকে, সেই একই রকম ভাবে তৃতীয়সিমেস্টারের মার্কশিটেও নম্বর লেখা থাকবে। তবে তার নীচেউচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সিলমোহর থাকবে না। বরং, সেখানে স্কুলের সিলমোহর দিয়ে প্রধান শিক্ষক স্বাক্ষর করবেন। চতুর্থ সিমেস্টারের পরে যখনতৃতীয় ও চতুর্থ সিমেস্টার নিয়ে সার্বিক মূল্যায়ন হবে, তখন সেই মার্কশিট দেবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

যদিও অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষে চন্দন গড়াই বলেন, ‘‘উচ্চ মাধ্যমিকশিক্ষা সংসদ যদি মেধা তালিকা প্রকাশ না করত, তা হলে মার্কশিট না দেওয়ার একটা যুক্তি ছিল। কিন্তু যেখানে তারা মেধা তালিকা প্রকাশ করছে, সেখানে মার্কশিট দেওয়ারও দাবি জানাচ্ছি আমরা। তৃতীয় ও চতুর্থসিমেস্টার নিয়েই তো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সার্বিক মূল্যায়ন করছে। তা হলে স্কুলের দেওয়াতৃতীয় সিমেস্টারের মার্কশিট উচ্চশিক্ষায় কোনও কাজে আসবে কি?যদি না আসে, তা হলে সেই মেধা তালিকার গুরুত্বই বা কতটা?’’

এ বারের মেধা তালিকায় থাকা কয়েক জন পড়ুয়াও জানাচ্ছে, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদেরমার্কশিট পেলে তাদের আরও ভাল লাগত। কারণ, চতুর্থ সিমেস্টারে গিয়ে মেধা তালিকায় অনেক পরিবর্তন হতে পারে। তাদের অনেকের নাম হয়তো সেই মেধাতালিকায় না-ও থাকতে পারে। তাই তৃতীয় সিমেস্টারে তাদের ভাল ফল কেন সংসদের দেওয়া মার্কশিটে প্রতিফলিত হবে না, সেই প্রশ্ন তুলছে তারা।

পড়ুয়ারা আরও জানাচ্ছে, তাদের তৃতীয় সিমেস্টারে প্রাপ্ত নম্বর দেওয়া হয়েছে মূল পাঁচটি বিষয়ের ভিত্তিতে। অপশনাল ইলেক্টিভ বিষয়েরনম্বর ধরা হয়নি। সাধারণত ছ’টি বিষয়ের মধ্যে কোনও পরীক্ষার্থী যে পাঁচটি বিষয়ে সর্বোচ্চ নম্বর পেয়েছে, তার ভিত্তিতেই মোট নম্বরহিসাব করা হয়। অপশনাল ইলেক্টিভ বিষয় ধরে যদি সেরা পাঁচটি বিষয়ের নম্বর (বেস্ট অফ ফাইভ) ধরা হত,তা হলে অনেকেরই নম্বর হেরফের হত। মেধা তালিকারও পরিবর্তন হয়ে যেত। এই বেস্ট অফ ফাইভ চতুর্থ সিমেস্টারে করা হবে বলে জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষাসংসদ। তবে তা তৃতীয় সিমেস্টারে কেন করা হল না, সেই প্রশ্ন তুলেছেন অনেকে।

সেই সঙ্গে পরীক্ষার্থীদের একাংশের অভিযোগ, এ বার তৃতীয় সিমেস্টারে পরীক্ষা ১০টায়যখন শুরু হয়েছে, তখনই প্রশ্নের সিল খুলে প্রশ্নপত্র বিতরণ করা হয়েছে। এর ফলে প্রশ্নপত্র পেয়ে উত্তর লেখা শুরু করতে কিছুটা দেরি হয়েছে। চতুর্থ সিমেস্টারে পরীক্ষাশুরু হওয়ার কিছু আগে সিল খুলে প্রশ্নপত্র বিতরণ করলে লেখার জন্য ধার্য পুরো সময়টুকুতারা পাবে, অযথা সময় নষ্ট হবে না বলেও দাবি জানিয়েছেপড়ুয়ারা।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

marksheet Higher Secondary Exam 2025

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy