Advertisement
০৬ মে ২০২৪
Dengue

বরাহনগরে ডেঙ্গিতে মৃত্যু হল মহিলার

পরিবার সূত্রের খবর, নিয়োগী পাড়া রোডের বাসিন্দা স্বপন ঘোষের স্ত্রী শ্রীপর্ণাদেবী (৫০) যুব কল্যাণ দফতরের কর্মী। ষষ্ঠীর দিন থেকে তাঁর ধুম জ্বর আসে। জ্বর না কমায় চিকিৎসকের পরামর্শ মতো সপ্তমীর দিন কামারহাটির একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০১৭ ০০:২২
Share: Save:

ডেঙ্গিতে আক্রান্ত হয়ে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটছে দক্ষিণ দমদমে। এ বার সেই তালিকায় নাম লেখাল বরাহনগরও। ডেঙ্গিতে আক্রান্ত হয়ে দশমীর রাতে বরাহনগরের বাসিন্দা এক মহিলার মৃত্যু হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে।

তবে বরাহনগরের পুর কর্তৃপক্ষের দাবি, এটি বিচ্ছিন্ন ঘটনা। ডেঙ্গি প্রতিরোধে সচেতনতা প্রচার থেকে সাফাই অভিযান সবই করা হচ্ছে। বরাহনগর পুরসভার চেয়ারপার্সন অপর্ণা মৌলিক বলেন, ‘‘শুনেছি ওই মহিলার ডেঙ্গির পাশাপাশি অন্য সমস্যাও ছিল। বিষয়টি সবিস্তার খোঁজ নিয়ে দেখছি।’’

পরিবার সূত্রের খবর, নিয়োগী পাড়া রোডের বাসিন্দা স্বপন ঘোষের স্ত্রী শ্রীপর্ণাদেবী (৫০) যুব কল্যাণ দফতরের কর্মী। ষষ্ঠীর দিন থেকে তাঁর ধুম জ্বর আসে। জ্বর না কমায় চিকিৎসকের পরামর্শ মতো সপ্তমীর দিন কামারহাটির একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। তাঁর মেয়ে তানিয়া চট্টোপাধ্যায় বলেন, ‘‘দশমীর দিন আচমকা চিকিৎসকেরা জানান, প্লেটলেট কমে যাওয়ায় কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করতে হবে। সন্ধ্যায় কলকাতার হাসপাতালে মাকে ভর্তি করা হয়। ভেন্টিলেশনেও দেওয়া হয়। রাতে ফোনে মৃত্যুর খবর পাই।’’

গত বছর বরাহনগরে কয়েক জন ডেঙ্গিতে মারা গিয়েছিলেন। এ বার তাই আগেভাগেই ডেঙ্গি মোকাবিলায় নেমেছে পুরসভা। রাস্তার মোড়ে মোড়ে লাগানো হয়েছে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া ব্যানার। সেখানে বলা রয়েছে জল জমে থাকলেই ওই নম্বরে ছবি তুলে জানাতে। কন্ট্রোল রুমে তা পৌঁছনো মাত্রই সেখানে যাবেন পুরকর্মীরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE