Advertisement
২৬ এপ্রিল ২০২৪

শাশুড়িকে ‘মার’, গ্রেফতার পুত্রবধূ

আক্রান্তের ছেলে রাজকুমার সাউ জানান, ঘটনার সময়ে তিনি বাড়ি ছিলেন না। সন্ধ্যায় বাড়ি ফিরে সব জানতে পারেন। তবে রাতেই থানায় যাননি রাজকুমার। বৃহস্পতিবার রাতে স্ত্রী ও শ্যালকের বিরুদ্ধে অভিযোগ জানাতে বাগুইআটি থানায় যান। সেই অভিযোগের ভিত্তিতে অস্মিতাকে গ্রেফতার করে আদালতে তোলা হলে পাঁচ দিনের জেল হেফাজত হয়।

দুলারিদেবী সাউ।

দুলারিদেবী সাউ।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ অগস্ট ২০১৮ ০১:৪৮
Share: Save:

শাশুড়িকে খুনের চেষ্টা এবং মারধরের অভিযোগে গ্রেফতার পুত্রবধূ। বৃহস্পতিবার, বাগুইআটি থানা এলাকায়। ধৃতের নাম অস্মিতা ওরফে পল্লবী সাউ। এই ঘটনায় অভিযুক্ত পল্লবীর ভাই বিশাল কুমার পলাতক।

ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার। পুলিশ সূত্রের খবর, ওই দিন দুপুরে পূর্ব নারায়ণতলার সিসি ব্লকের বাড়িতে পুজো করছিলেন বৃদ্ধা দুলারিদেবী সাউ। অভিযোগ, সেই সময়ে আচমকা অস্মিতা পিছন থেকে তাঁর কোমরে লাথি মারেন। পড়ে যান বৃদ্ধা। এর পরে পুত্রবধূর পাশাপাশি তাঁর ভাই বিশাল‌ও বৃদ্ধাকে এলোপাথাড়ি কিল, ঘুসি মারেন বলে অভিযোগ। মারধরে এক সময়ে সংজ্ঞা হারান বৃদ্ধা। শুক্রবার দেখা গেল, তাঁর ডান চোখ অস্বাভাবিক ফুলে রয়েছে। ভাল করে কথাও বলতে পারছেন না।

আক্রান্তের ছেলে রাজকুমার সাউ জানান, ঘটনার সময়ে তিনি বাড়ি ছিলেন না। সন্ধ্যায় বাড়ি ফিরে সব জানতে পারেন। তবে রাতেই থানায় যাননি রাজকুমার। বৃহস্পতিবার রাতে স্ত্রী ও শ্যালকের বিরুদ্ধে অভিযোগ জানাতে বাগুইআটি থানায় যান। সেই অভিযোগের ভিত্তিতে অস্মিতাকে গ্রেফতার করে আদালতে তোলা হলে পাঁচ দিনের জেল হেফাজত হয়।

স্থানীয় সূত্রের খবর, ওই বাড়িতে শাশুড়ি ও পুত্রবধূর মধ্যে প্রায়ই অশান্তি হত। মঙ্গলবারও তেমনই অশান্তি শুরু হয়। এক পড়শি জানান, শাশুড়ির ভূমিকা নিয়েও প্রশ্ন রয়েছে। তা বলে পুত্রবধূ ও তাঁর ভাই বৃদ্ধাকে যে ভাবে মেরেছেন, তা মানা যায় না। রাজকুমার বলেন, “থানায় অভিযোগ জানাচ্ছি শুনেই শ্যালক পালিয়ে গিয়েছে। পালানোর সময়ে আমাকে দেখে নেওয়ার হুমকিও দিয়েছে। মাকে যারা মারল, তাদের শাস্তি চাই।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Arrest Beating Mother-in-law
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE