Advertisement
E-Paper

নীল-সাদায় ঝুঁকছে হলুদ ট্যাক্সি

প্রত্যাখ্যানের ‘কলঙ্ক মোচনে’ এ বার হলুদ ট্যাক্সির রং নীল-সাদা করার প্রস্তাব দিলেন মালিকেরাই। নীল-সাদা ট্যাক্সির ক্ষেত্রে প্রযোজ্য পরিবহণ দফতরের শর্ত মেনে ধর্মঘট ও প্রত্যাখ্যান না-করার হলফনামা দিতেও রাজি হয়েছেন তাঁরা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ জুন ২০১৫ ০০:০১

প্রত্যাখ্যানের ‘কলঙ্ক মোচনে’ এ বার হলুদ ট্যাক্সির রং নীল-সাদা করার প্রস্তাব দিলেন মালিকেরাই। নীল-সাদা ট্যাক্সির ক্ষেত্রে প্রযোজ্য পরিবহণ দফতরের শর্ত মেনে ধর্মঘট ও প্রত্যাখ্যান না-করার হলফনামা দিতেও রাজি হয়েছেন তাঁরা।

বুধবার পরিবহণ সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করে বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন (বিটিএ)-সহ কিছু ট্যাক্সি সংগঠন। বিটিএ-র নেতা বিমল গুহ বলেন, ‘‘হলুদ ট্যাক্সিমাত্রই প্রত্যাখ্যান করে, যাত্রীদের এমন ধারণা হয়ে গিয়েছে। তাই নীল-সাদা রঙে যেতে চাইছি। দরকারে হলফনামা দেব।’’ বছর দুই আগে কলকাতায় ‘নো রিফিউজাল’ নীল-সাদা ট্যাক্সি বার করে রাজ্য। তখন ওই হলফনামা দিতে হয়েছিল আগ্রহী মালিকদের। তার বিরোধিতা করেছিল ট্যাক্সিমালিক সংগঠনগুলি।

আজ, বৃহস্পতিবার এআইটিইউসি-র ডাকা ট্যাক্সি ধর্মঘটেরও বিরোধিতা করছেন বিমলবাবুরা। বিরোধিতা করছে সিটু এবং শাসক দলের সংগঠন প্রোগ্রেসিভ ট্যাক্সিমেন্স অ্যাসোসিয়েশনও। এ দিনের বৈঠকে কলকাতায় ট্যাক্সির পার্কিংয়ের জায়গা বাড়ানোর আশ্বাসও দেন আলাপনবাবু। তিনি বলেন, ‘‘ইতিমধ্যেই এ ব্যাপারে পুলিশ কমিশনার ও মেয়রের সঙ্গে কথা হয়েছে। মেয়র শীঘ্রই ট্যাক্সির জন্য পৃথক পার্কিংয়ের জায়গা নির্দিষ্ট করবেন
বলে জানিয়েছেন।’’

White-Blue Colour Yellow AITTUC BTA
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy