Advertisement
১৮ মে ২০২৪

এক বছর ফেরার থেকে পাকড়াও ‘জালিয়াত’

পুলিশ জানায়, এক ব্যক্তি থানায় অভিযোগে জানান, তাঁর ছেলেকে দক্ষিণ ভারতের একটি মেডিক্যাল কলেজে ভর্তি করার নাম করে সুমন ২৫ লক্ষ টাকা নিয়েছিল।

প্রতারণার অভিযোগে ধৃত সুমন মল্লিক নামে এক যুবক।

প্রতারণার অভিযোগে ধৃত সুমন মল্লিক নামে এক যুবক।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০১৯ ০০:৫৯
Share: Save:

পাক্কা এক বছর পুলিশকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছিল সে। কিন্তু শীতের রাতে বাড়ির খাবার খেয়ে চোখটা বুজে এসেছিল! সেই সুখনিদ্রাই কাল হল তার। সুমন মল্লিক নামে ওই যুবককে সম্প্রতি প্রতারণার অভিযোগে আসানসোল থেকে পাকড়াও করেছেন গরফা থানার অফিসারেরা।

পুলিশ জানায়, এক ব্যক্তি থানায় অভিযোগে জানান, তাঁর ছেলেকে দক্ষিণ ভারতের একটি মেডিক্যাল কলেজে ভর্তি করার নাম করে সুমন ২৫ লক্ষ টাকা নিয়েছিল। কিন্তু ছেলেকে সেখানে ভর্তি করা যায়নি। টাকাও ফেরত পাননি তিনি। এর আগেও অন্য একটি প্রতারণার ঘটনায় পার্ক স্ট্রিট থানার হাতে গ্রেফতার হয়েছিল সুমন।

পুলিশের দাবি, গত বছরের জানুয়ারিতে সুমন উধাও হয়ে যায়। তার মোবাইলের টাওয়ার কখনও উত্তর, কখনও বা মধ্য ভারতে দেখাত। কিন্তু সেই সব জায়গায় হানা দিয়েও সুমনের হদিস মেলেনি। দিন কয়েক আগে এক রাতে আচমকাই সুমনের মোবাইল ফোনের অবস্থান আসানসোলের বাড়িতে দেখায়। সেই রাতেই গরফা থানার দল আসানসোলে হানা দেয় এবং ঘুমন্ত অবস্থায় সুমনকে ধরে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Crime Asansol
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE