পাক্কা এক বছর পুলিশকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছিল সে। কিন্তু শীতের রাতে বাড়ির খাবার খেয়ে চোখটা বুজে এসেছিল! সেই সুখনিদ্রাই কাল হল তার। সুমন মল্লিক নামে ওই যুবককে সম্প্রতি প্রতারণার অভিযোগে আসানসোল থেকে পাকড়াও করেছেন গরফা থানার অফিসারেরা।
পুলিশ জানায়, এক ব্যক্তি থানায় অভিযোগে জানান, তাঁর ছেলেকে দক্ষিণ ভারতের একটি মেডিক্যাল কলেজে ভর্তি করার নাম করে সুমন ২৫ লক্ষ টাকা নিয়েছিল। কিন্তু ছেলেকে সেখানে ভর্তি করা যায়নি। টাকাও ফেরত পাননি তিনি। এর আগেও অন্য একটি প্রতারণার ঘটনায় পার্ক স্ট্রিট থানার হাতে গ্রেফতার হয়েছিল সুমন।
পুলিশের দাবি, গত বছরের জানুয়ারিতে সুমন উধাও হয়ে যায়। তার মোবাইলের টাওয়ার কখনও উত্তর, কখনও বা মধ্য ভারতে দেখাত। কিন্তু সেই সব জায়গায় হানা দিয়েও সুমনের হদিস মেলেনি। দিন কয়েক আগে এক রাতে আচমকাই সুমনের মোবাইল ফোনের অবস্থান আসানসোলের বাড়িতে দেখায়। সেই রাতেই গরফা থানার দল আসানসোলে হানা দেয় এবং ঘুমন্ত অবস্থায় সুমনকে ধরে।