গত রবিবার বেহালার এস এন রায় রোডে অভিষেক রায় নামে এক যুবককে লক্ষ্য করে এয়ারগান থেকে গুলি চালানোর অভিযোগ উঠেছিল। জখম ওই যুবককে প্রথমে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে স্থানান্তরিত করা হয় এসএসকেএমে। সেখানে প্রথমে ক্ষতের জায়গায় ছোট অস্ত্রোপচার করে গুলির হদিস পাননি চিকিৎসকেরা। শেষে সিটি স্ক্যানে দেখা যায়, ওই যুবকের মূত্রথলির উপরে পেলভিকের ভিতরে গেঁথে রয়েছে গুলিটি। বৃহস্পতিবার পুরো পেট কেটে, প্রায় এক ঘণ্টা ধরে খোঁজার পরে সেই গুলি বার করতে পারলেন চিকিৎসকেরা। অভিষেকের অবস্থা আপাতত স্থিতিশীল।
জানা গিয়েছে, গত রবিবার রাতে বাড়ির কাছে চায়ের দোকানে এসেছিলেন অভিষেক। কিছু ক্ষণ পরে আচমকাই তিনি পেটে তীব্র যন্ত্রণা অনুভব করে লুটিয়ে পড়েন। দেখা যায়, অভিষেকের পেটে গুলিবিদ্ধ হওয়ার মতো ক্ষত তৈরি হয়েছে। পরে জানা যায়, ওই যুবক যেখানে দাঁড়িয়ে ছিলেন, সেটির অদূরে একটি বাড়ির বারান্দায় এক কিশোর এয়ারগান নিয়ে কিছু করছিল। অসাবধানতায় ওই বন্দুক থেকে গুলি ছিটকে আসে।
বৃহস্পতিবার শল্য চিকিৎসক সিরাজ আহমেদ এবং তাঁর দল অস্ত্রোপচার করেন। সিরাজ জানাচ্ছেন, প্রথমে ওই যুবকের তলপেট কেটে সি-আর্ম যন্ত্রের সাহায্যে গুলিটি কোথায় গেঁথে রয়েছে, তা চিহ্নিত করা হয়। এর পরে ল্যাপারোটমির মাধ্যমে সেটি বার করা হয়। সিরাজ বলেন, ‘‘রোগীকে আনার সময়ে রক্তচাপ কমে গিয়েছিল। পেট ভেদ করে গুলি ঢোকায় ভিতরের শিরায় আঘাত লেগে রক্ত জমাট বেঁধে গিয়েছিল।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)