মেট্রো স্টেশনে এক তরুণীর ছবি তুলতে গিয়ে পাকড়াও এক যুবক। শনিবার ঘটনাটি ঘটেছে সেন্ট্রাল মেট্রো স্টেশনে।
পুলিশ সূত্রে খবর, সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ সেন্ট্রাল মেট্রো স্টেশনের পাঁচ নম্বর গেট (হিন্দ সিনেমার কাছে) দিয়ে মেট্রো স্টেশনে ঢোকেন কয়েকজন তরুণ তরুণী। ওই দলেরই এক তরুণী হঠাৎ লক্ষ্য করেন, পিছনে থাকা এক যুবক মোবাইলে ছবি তুলছে। পুলিশকে পরে ওই তরুণী জানিয়েছেন, প্রথমে তিনি বুঝতে পারেননি। কিন্তু বার বার ওই যুবক তাঁদের কাছাকাছি এসে মোবাইল বার করছিল। সেটা দেখেই তাঁদের সন্দেহ হয়। যাদবপুরের বাসিন্দা এক তরুণী তখন ওই যুবককে বাধা দেন এবং তার মোবাইল দেখতে চান। ওই তরুণী মূলত জলপাইগুড়ির বাসিন্দা। এখানে যাদবপুরে দিদির বাড়ি থেকে পড়াশোনা করেন। রবিবার ওই তরুণীর দিদি বলেন,‘‘ হায়দরাবাদের ঘটনার পরই খুব ভয় পেয়েছিলাম। বোনকে বলেছিলাম ব্যাগে আত্মরক্ষার জন্য একটা ছোট ছুরি রাখতে। আর সে দিন সন্ধ্যাতেই ওই ঘটনা ঘটল।”
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবক প্রথমে অস্বীকার করেন মোবাইলে ছবি তোলার কথা। স্টেশন থেকে বাইরে বেরিয়ে যাওয়ারও চেষ্টা করে। তাতে ওই তরুণীর আরও সন্দেহ হয়। তিনি চিৎকার করতে করতে ওই যুবককে ধাওয়া করেন স্টেশনের বাইরে পর্যন্ত। অন্য যাত্রীরা তখন ওই যুবককে বাধা দেন। তার মধ্যেই চিৎকার চেঁচামেচি এবং ভিড় দেখে ঘটনাস্থলে যান বউবাজার থানার টহলরত স্পেশ্যাল কনস্টেবলরা। তাঁরা ওই যুবককে আটক করে তার মোবাইল পরীক্ষা করে ওই তরুণীর কয়েকটি ছবি পান।