Advertisement
১৯ এপ্রিল ২০২৪

ব্যস্ত রাতপথে দুষ্কৃতীর ছুরিতে জখম যুবক

রাত সাড়ে ন’টা। জমজমাট রাস্তায় এক পথচারীর উপরে ঝাঁপিয়ে পড়ল এক যুবক। তাঁর হাতের মোবাইলটি ছিনিয়ে নিতে এলোপাথাড়ি চালিয়ে দিল ছুরি ও ব্লেড। সে সময়ে আশপাশে পুলিশের দেখা মেলেনি বলেই অভিযোগ। পার্ক স্ট্রিট থেকে প্রায় ঢিলছোড়া দূরত্বে এই ঘটনা গুরুতর প্রশ্ন তুলে দিয়েছে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। পুলিশের এক কর্তাই কার্যত মানছেন, পুলিশের গাড়ি হয়তো ওই সময়ে অন্যত্র ছিল। কিন্তু টহলদার ভ্যান থাক বা না থাক, সন্ধ্যা বা রাতের শহরে জনবহুল পথেও ঘুরে বেড়াতে পারছে সশস্ত্র দুষ্কৃতীরা— এটাই কি এ শহরের সুরক্ষার ছবি? প্রশ্ন উঠছে তা নিয়েও।

জখম জাইদ। —নিজস্ব চিত্র।

জখম জাইদ। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২১ মে ২০১৫ ০০:৩৪
Share: Save:

রাত সাড়ে ন’টা। জমজমাট রাস্তায় এক পথচারীর উপরে ঝাঁপিয়ে পড়ল এক যুবক। তাঁর হাতের মোবাইলটি ছিনিয়ে নিতে এলোপাথাড়ি চালিয়ে দিল ছুরি ও ব্লেড। সে সময়ে আশপাশে পুলিশের দেখা মেলেনি বলেই অভিযোগ। পার্ক স্ট্রিট থেকে প্রায় ঢিলছোড়া দূরত্বে এই ঘটনা গুরুতর প্রশ্ন তুলে দিয়েছে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। পুলিশের এক কর্তাই কার্যত মানছেন, পুলিশের গাড়ি হয়তো ওই সময়ে অন্যত্র ছিল। কিন্তু টহলদার ভ্যান থাক বা না থাক, সন্ধ্যা বা রাতের শহরে জনবহুল পথেও ঘুরে বেড়াতে পারছে সশস্ত্র দুষ্কৃতীরা— এটাই কি এ শহরের সুরক্ষার ছবি? প্রশ্ন উঠছে তা নিয়েও।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে পার্ক স্ট্রিটের এক কল সেন্টার থেকে বেরিয়ে ট্রাম ধরতে যাচ্ছিলেন সংস্থার কর্মী, ওয়াটগঞ্জ এলাকার বাসিন্দা বছর একুশের জাইদ আলম। আউটরাম রোড ধরে ফোর্ট উইলিয়মের দিকে যাওয়ার সময়ে পিছন থেকে আচমকা এক যুবক এসে তাঁর হাতে ধরা মোবাইল নিয়ে পালিয়ে যায়। পুলিশের কাছে অভিযোগ দায়ের করে জাইদ জানিয়েছেন, তিনি ওই যুবককে তাড়া করলে ওই দুষ্কৃতী রাস্তা ছেড়ে ময়দানে কালীঘাট তাঁবুর পিছন দিয়ে পালাতে যায়। জাইদও পিছু নিয়েছেন দেখে অভিযুক্ত ছুরি ও ব্লেড বার করে জাইদকে লক্ষ্য করে এলোপাথাড়ি চালাতে শুরু করে। ছুরির আঘাত লাগে জাইদের গলায়, পিঠে এবং বুকের নীচে। জাইদ গুরুতর জখম হয়ে সেখানেই বসে পড়লে পালিয়ে যায় ওই দুষ্কৃতী। পরে মোবাইল থেকে কোনও রকমে বন্ধুদের ফোন করে জাইদ। তাঁরাই গিয়ে জাইদকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে ভর্তি করেন। খবর দেন পুলিশেও।

বুধবার সকালে ময়দান থানায় অভিযোগ দায়ের হয়। পরে পুলিশ জাইদকে জি়জ্ঞাসাবাদ করে দুষ্কৃতীর বিবরণ জানতে চায়। পুলিশ সূত্রের খবর, জাইদের বিবরণ শুনে পুলিশ তাঁকে কয়েক জন দুষ্কৃতীর ছবি দেখালে সাজিদ নামে এক জনকে শনাক্ত করেন জাইদ। তার ভিত্তিতেই বুধবার তালতলার বাড়ি থেকে সাজিদকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হয়েছে ছুরিটিও। লালবাজার সূত্রে খবর, সাজিদ ওই এলাকারই ছিনতাইবাজ। আগেও তার নামে একাধিক ছিনতাইয়ের অভিযোগ দায়ের হয়েছে। তিন মাস আগে একটি মামলায় তার জেলও হয়। সম্প্রতি জেল থেকে ছাড়া পেয়েই মঙ্গলবার রাতে ফের সে পুরনো ছকে ছিনতাই করতে গিয়েছিল বলে জানিয়েছেন লালবাজারের আধিকারিকেরা।

মঙ্গলবারের জাইদের উপর যে ভাবে আক্রমণ হয়েছে, তার পরে প্রশ্ন উঠেছে পথচলতি মানুষের নিরাপত্তা নিয়ে। এ দিন এসএসকেএম হাসপাতালে দাঁড়িয়ে জাইদের বাবা ফকরে আলম বলেন, ‘‘শহরের প্রাণকেন্দ্রে রাস্তায় যদি এ ভাবে আক্রমণ হয়, তা হলে কোথায় আর নিরাপত্তা চাইব?’’ পুলিশকে জাইদ এ-ও জানিয়েছেন, ঘটনার সময়ে আউটরাম রোডের আশপাশে পুলিশের কোনও টহলদার ভ্যান দেখতে পাননি তিনি।

যদিও নিরাপত্তাহীনতার অভিযোগ অস্বীকার করেছেন লালবাজারের এক কর্তা। বুধবার তিনি জানান, ওই এলাকায় সব সময়েই টহলদার পুলিশ ভ্যান থাকে। ওই সময়ে কোনও ভাবে পুলিশের গাড়ি অন্য জায়গায় যেতেই ঘটনাটি ঘটেছে। ওই কর্তা আরও জানান, অভিযুক্ত যুবক ছিনতাই করে পালিয়ে গিয়েছিল। তাকে ধাওয়া করে ধরতে গিয়েই ছুরিকাহত হয়েছেন জাইদ।

এলোপাথাড়ি ছুরি আর ব্লেডের আক্রমণে জাইদ আপাতত এসএসকেএমের আইসিইউতে চিকিৎসাধীন। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর গলায় পাঁচ ইঞ্চির মতো ক্ষত রয়েছে। পিঠে এবং বুকের নীচেও রয়েছে ছুরি ও ব্লেডের আঘাত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Park Street injured knife jayed alam
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE