আলিপুর চিড়ায়াখানায় ‘পশু নিখোঁজ’ বিতর্কের আবহে শেষ পর্যন্ত সরিয়ে দেওয়া হল চিড়িয়াখানার অধিকর্তা অরুণ মুখোপাধ্যায়কে। রাজ্যের বন দফতর অবশ্য অধিকর্তার অপসারণকে ‘রুটিন বদলি’ বা নিয়ম মাফিক বদলি বলেই দাবি করেছে।
বন দফতরের চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন এস সুন্দ্রিয়াল জানান, রাজ্যের বন বিভাগের বিভিন্ন পদে ৩৪ জন আধিকারিককে বদলি করা হয়েছে। সেই তালিকায় রয়েছেন অরুণও। মুখ্য বন সংরক্ষকের পদমর্যাদার ওই আধিকারিক চিড়িয়াখানার অধিকর্তার অতিরিক্ত দায়িত্বে ছিলেন। তাঁকে দার্জিলিঙের পদ্মজা নায়ডু চিড়িয়াখানার ডিরেক্টর পদে বদলি করা হয়েছে। আলিপুর চিড়িয়াখানার নতুন অধিকর্তা হচ্ছেন পরিবেশ আধিকারিক তৃপ্তি শাহ। বদলি করা হয়েছে আলিপুর চিড়িয়াখানার সদস্য সচিব সৌরভ চৌধুরীকেও।
জুলাইয়ের শেষে ‘স্বজন’ নামে একটি পশুপ্রেমী সংগঠন আদালতে জনস্বার্থ মামলা দায়ের করে জানায়, দেশের প্রাচীনতম চিড়িয়াখানার চত্বর থেকে ‘নিখোঁজ’ হয়ে গিয়েছে ৩২১টি প্রাণী। ইতিমধ্যেই বন বিভাগের পাশাপাশি সেন্ট্রাল জ়ু অথরিটি-র তিন প্রতিনিধিও সরেজমিনে তদন্তে ঘুরে গিয়েছেন চিড়িয়াখানা চত্বর।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)