বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতাল।
বুধবার সকাল সাড়ে ১০টা নাগাদ এনআরএস হাসপাতালের আটতলায় শিশু বিভাগের অপারেশন থিয়েটারে আগুন থেকে আতঙ্ক ছড়ায়। দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই।
কী হয়েছিল এ দিন?
হাসপাতাল সূত্রের খবর, এ দিন শিশুবিভাগের অপারেশন থিয়েটারের যে অংশে অস্ত্রোপচারের সরঞ্জাম ধোয়া হচ্ছিল সেখানকার একটি সুইচ বোর্ড থেকে হঠাৎ আগুনের ফুলকি বেরোতে দেখা যায়। এই ঘটনায় কর্মীরা আতঙ্কিত হয়ে পড়েন। তাঁরা কাজ থামিয়ে দমকলকে খবর দেন। কিছু ক্ষণের মধ্যে ঘটনাস্থলে এসে দমকলের আধিকারিকেরা ‘সুইচ বোর্ড’ থেকে প্লাগ খুলে দেন। তার পরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক ভাবে দমকল কর্তৃপক্ষের অনুমান, শর্ট সার্কিট থেকেই এই ধরনের ঘটতে পারে। তবে, সঠিক কারণ এখনও জানা যায়নি বলে দমকল কর্তৃপক্ষ জানান।
এই ঘটনার পরেই হাসপাতালের ওই বিভাগের কর্মীরা বাইরে বেরিয়ে আসেন। তাঁরা জানান, ক্রমাগত আগুনের ফুলকি বেরোতে দেখেই তাঁরা আতঙ্কিত হয়ে ঘর ছেড়ে বেরিয়ে আসেন। সুইচ বোর্ড থেকে প্লাগ খোলারও সাহস ছিল না তাঁদের। এই আগুন ছড়িয়ে পড়লে বড় রকমের বিপদ হতে পারত। সেই কারণেই দমকল ডাকা হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানান, সে সময়ে ওই অপারেশন থিয়েটারে কোনও অস্ত্রোপচার হচ্ছিল না। তা ছাড়া, এই ওটি থেকে ওয়ার্ডের দূরত্ব বেশ কিছুটা। ফলে, রোগীদের মধ্যে আগুনের আতঙ্ক ছড়ায়নি। মিনিট পনেরোর মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।
এই ঘটনায় প্রশ্ন ওঠে হাসপাতালের অগ্নি নির্বাপণ ব্যবস্থা নিয়ে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ জানান, ওটি বা ওয়ার্ডে পুরনো তার পাল্টানো হয়েছে। অগ্নি নির্বাপণের ব্যবস্থাও এখানে যথেষ্টই। তা সত্ত্বেও এই ধরনের ঘটনা কী করে ঘটল তা তদন্তসাপেক্ষ।