Advertisement
২৫ এপ্রিল ২০২৪

বাতিল হল পুর-বাড়ির পরিকল্পনা

বাতিল হল পার্ক সার্কাস এলাকায় কলকাতা পুরসভার বাড়ি তৈরির প্রস্তাব। ঠিক ছিল পার্ক সার্কাস এলাকায় দিলখুসা স্ট্রিটে ২৪ কাঠা জমির উপরে পুরসভার ১২ তলার বাড়ি হবে। প্রস্তাব ছিল বাড়িটিতে কমিউনিটি হল, পুর-স্কুল, পুরসভার অফিসের পাশাপাশি থাকবে বাণিজ্যিক সংস্থার অফিসও। এর জন্য অর্থ বরাদ্দও হয়েছিল।

কাজী গোলাম গউস সিদ্দিকী
শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০১৪ ০০:০০
Share: Save:

বাতিল হল পার্ক সার্কাস এলাকায় কলকাতা পুরসভার বাড়ি তৈরির প্রস্তাব। ঠিক ছিল পার্ক সার্কাস এলাকায় দিলখুসা স্ট্রিটে ২৪ কাঠা জমির উপরে পুরসভার ১২ তলার বাড়ি হবে। প্রস্তাব ছিল বাড়িটিতে কমিউনিটি হল, পুর-স্কুল, পুরসভার অফিসের পাশাপাশি থাকবে বাণিজ্যিক সংস্থার অফিসও। এর জন্য অর্থ বরাদ্দও হয়েছিল।

২০১০ সালের ফেব্রুয়ারিতে পার্ক সার্কাস এলাকায় বাড়িটি তৈরির অনুমোদন দিয়েছিল কলকাতা পুরসভা। এর জন্য সাংসদ তহবিল থেকে বরাদ্দ করা হয়েছিল ২৮ লক্ষ টাকা। ডিএফআইডি দু’কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। তার পরেও কাজ হয়নি। অথচ, ওই এলাকার কোনও কমিউনিটি হল নেই। প্রস্তাবিত ওই বাড়িরই একটি তলায় কমিউনিটি হল ও সাংস্কৃতিক কেন্দ্র তৈরির প্রস্তাব ছিল। সব মিলিয়ে পাঁচটি তলা পুর-স্কুল, কমিউনিটি হল, ই-গভর্ননেন্স কেন্দ্র-সহ পুরসভার নিজস্ব বিভিন্ন প্রয়োজনে ব্যবহারের জন্য বরাদ্দের কথা ছিল। বাকি সাতটি তলা বাণিজ্যিক অফিস তৈরিতে ভাড়া দেওয়ার প্রস্তাব ছিল। ভাড়ার টাকায় পুরসভার নিয়মিত আয়ের ব্যবস্থাও হত।

স্থানীয় কাউন্সিলর সুশীল শর্মা জানান, প্রস্তাবটি পুরসভার তৎকালীন বামবোর্ড অনুমোদন করেছিল। কোনও অজ্ঞাত কারণে সেটি হচ্ছে না। তিনি বলেন, “এলাকায় বেশির ভাগ মানুষ সংখ্যালঘু সম্প্রদায় এবং পিছিয়ে পড়া শ্রেণির। অথচ বর্তমান বোর্ড বিষয়টি নিয়ে কোনও আমল দিচ্ছে না।”

এলাকায় পুরসভার একটি কমিউনিটি হল এবং নাগালের মধ্যে বিভিন্ন পুর পরিষেবা পাওয়ার দাবি দীর্ঘ দিনের। এই প্রয়োজন উপলব্ধি করেই তৎকালীন বোর্ড অনুমোদন দেয়।

সূত্রের খবর, ২০১৩-এর মার্চে বিষয়টি বিবেচনার জন্য পুর কমিশনার নির্দেশ দেন। তার পরেও কিছু হয়নি। যদিও মেয়র শোভন চট্টোপাধ্যায় বলেন,“ওই প্রকল্প বাতিল করা হয়েছে। সাংসদ তহবিলের টাকা ফিরিয়ে দেওয়ারও ব্যবস্থা করা হচ্ছে। সামনের বছরে পুরনির্বাচনের পরে যিনি মেয়র হবেন তিনি বিষয়টি নতুন করে খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

park circus kazi golam gous siddiqui
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE