Advertisement
১৬ মে ২০২৪

সারানো হল পাইপ, সংস্কার শুরু শিয়ালদহ সাবওয়ের

অবশেষে শিয়ালদহ সাবওয়ের সংস্কার শুরু করল কলকাতা পুরসভা। এর মধ্যেই সাবওয়ে সংলগ্ন জলের লাইন সারাই করা হয়েছে। লাইন লিক করে জল জমায় এত দিন সাবওয়েটি ব্যবহার করা যেত না। এই অবস্থার কথা পুরসভার অজানা ছিল না। তার পরেও লাইন সারাতেই পেরিয়ে গেল বেশ কয়েক বছর।

দীর্ঘ দিন পরে শুরু হয়েছে সংস্কার।  —নিজস্ব চিত্র

দীর্ঘ দিন পরে শুরু হয়েছে সংস্কার। —নিজস্ব চিত্র

কৌশিক ঘোষ
শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৪ ০০:০০
Share: Save:

অবশেষে শিয়ালদহ সাবওয়ের সংস্কার শুরু করল কলকাতা পুরসভা। এর মধ্যেই সাবওয়ে সংলগ্ন জলের লাইন সারাই করা হয়েছে। লাইন লিক করে জল জমায় এত দিন সাবওয়েটি ব্যবহার করা যেত না। এই অবস্থার কথা পুরসভার অজানা ছিল না। তার পরেও লাইন সারাতেই পেরিয়ে গেল বেশ কয়েক বছর।

কলকাতা পুরসভার পানীয় জল সরবরাহের ডিরেক্টর জেনারেল বিভাস মাইতি বলেন, “পাইপের ফাটল থেকেই সাবওয়ে এবং তার সংলগ্ন এলাকায় যে জল জমছে এ ব্যাপারে আমরা নিশ্চিত ছিলাম। কিন্তু ফাটল চিহ্নিত করা সম্ভব হচ্ছিল না। পুরনো প্রযুক্তিতে মাটি খুঁড়ে ফাটল সারাতে গেলে শহরজুড়ে জল সরবরাহ বেশ কিছু দিন ব্যাহত হত। তাই নতুন প্রযুক্তির মাধ্যমে এই পাইপ মেরামতি করতে হয়েছে।” আপাতত পাইপ মেরামতি করার ফলে সাবওয়েতে আর জল জমার আশঙ্কা নেই বলে দাবি পুরকর্তৃপক্ষের। এর পরে বাকি সংস্কার শুরু করবে কেএমডিএ।

শিয়ালদহ উড়ালপুলের নীচে রাস্তা পারাপারের জন্য তৈরি হয়েছিল এই সাবওয়ে। কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির (কেএমডিএ) তৈরি করা এই সাবওয়ের পাশেই কলকাতা পুরসভার ৪৮ ইঞ্চি এবং ৬০ ইঞ্চি ব্যাসের দু’টি জল সরবরাহের লাইন রয়েছে।

এই লাইন লিক করে ক্রমাগত জল বেরতো। ফলে সাবওয়ের ভিতরে স্যাঁতসেঁতে অবস্থা হয়েছিল।

কলকাতা পুরসভার জল সরবরাহ দফতরের এক আধিকারিক জানান, লাইন দু’টি টালা থেকে এসেছে। ৪৮ ইঞ্চি ব্যাসের লাইনটি সরাসরি রাজা সুবোধ মল্লিক স্কোয়্যারের বুস্টার পাম্পিং স্টেশনে যুক্ত হয়েছে। এই বুস্টার পাম্পিং স্টেশনের মাধ্যমে মধ্য কলকাতার বিভিন্ন এলাকায় সরবরাহ করা

হয়। ৬০ ইঞ্চি ব্যাসের লাইনটি থেকে দক্ষিণ কলকাতার কালীঘাট পাম্পিং স্টেশনে জল সরবরাহ করা হয়।

শিয়ালদহ স্টেশন চত্বরে সহজে যাতায়াতের জন্য সাবওয়েটি ব্যবহারের উপযুক্ত করার দাবি ছিল পথচারীদের। ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ শেষ হলে এই রাস্তার যানবাহন এবং পথচারীর সংখ্যা অনেক গুণ বেড়ে যাবে বলে কলকাতা ট্র্যাফিক পুলিশের আশঙ্কা। তাই কলকাতা পুরসভাকে পুলিশ এই পাইপলাইন সারানোর জন্য কয়েক বছর আগেই অনুরোধ করেছিল। কলকাতা পুরসভা প্রথমে একটি জলাধার তৈরি করে জমা জল অন্যত্র ফেলার চেষ্টা করেছিল। কিন্তু তা কার্যকর হয়নি। অবশেষে সপ্তাহখানেক আগে পুরসভা শহরের কয়েকটি অংশে একবেলা পানীয় জল সরবরাহ বন্ধ রেখে

পাইপ মেরামতির কাজ করেছে। শিয়ালদহ স্টেশন দিয়ে নিত্য যাতায়াত করেন কমল জানা। তিনি বলেন, “অনেক দিন আগে এই সাবওয়ে ব্যবহার করতাম। ইদানীং কাউকে সাবওয়েটি ব্যবহার করতে দেখিনি। এক বার ভিতরে ঢুকে এক হাঁটু জল দেখে বেরিয়ে এসেছিলাম।” এ বার কলকাতা পুরসভা কেএমডিএ কর্তৃপক্ষকে সাবওয়ের সংস্কারের জন্য আর্জি জানাবে। কেএমডিএ কর্তৃপক্ষ জানান, সাবওয়েটির ব্যাপারে রিপোর্ট এসেছে। এই ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

kaushik ghosh sealdah maintenance
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE