Advertisement
E-Paper

COVID-19 vaccine: কলকাতার বেসরকারি হাসপাতালে মেয়াদ উত্তীর্ণ টিকাদান! তদন্তের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও টিকা দেওয়ার অভিযোগ করেছেন কলকাতার বাসিন্দা মণীশ ঝুনঝুনওয়ালা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ মে ২০২২ ২০:৪২

প্রতীকী ছবি।

কলকাতার একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে মেয়াদ উত্তীর্ণ কোভিড টিকা দেওয়ার অভিযোগ করলেন শহরের এক বাসিন্দা। এই অভিযোগ তদন্ত করে দেখার জন্য ডিরেক্টর অব হেল্‌থ সার্ভিসেস-কে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য কমিশন।

মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও টিকা দেওয়ার অভিযোগ করেছেন কলকাতার বাসিন্দা মণীশ ঝুনঝুনওয়ালা। স্বাস্থ্য কমিশনের কাছে তাঁর দাবি, চলতি বছরের ২৬ মার্চ মা-বাবাকে সঙ্গে নিয়ে শহরের একটি বেসরকারি হাসপাতালের কোভিড টিকা নিতে যান। তবে তাঁরা টিকা নেওয়ার পর তিনি খেয়াল করেন যে ২০২২ সালের ৫ ফেব্রুয়ারি ওই টিকা ব্যবহারের মেয়াদ শেষ হয়ে গিয়েছে।

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, মণীশের অভিযোগ তদন্তের পাশাপাশি পুলিশকে ওই টিকার ভায়াল পরীক্ষার জন্য ডিরেক্টর অব হেল্‌থ সার্ভিসেস-এর কাছে তা পাঠানোর নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান বিচারপতি (অবসরপ্রাপ্ত) অসীমকুমার বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, ওই বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করারও কথা জানিয়েছেন তিনি। ইতিমধ্যেই ওই ভায়ালটি বাজেয়াপ্ত করেছে পুলিশ।

COVID-19 COVID-19 Vaccine Health
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy