রাজ্য পুলিশের ডিজি সুরজিৎ কর পুরকায়স্থের গ্রেফতার চাইলেন সাংসদ কুণাল ঘোষ। বুধবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে রুটিন হাজিরা দিতে গিয়েছিলেন সারদা কাণ্ডে অভিযুক্ত, তৃণমূলের সাসপেন্ড হওয়া রাজ্যসভার সদস্য কুণাল। সিজিও কমপ্লেক্সে কুণাল প্রশ্ন করেন, ছবি প্রকাশের ভিত্তিতে কলকাতা পুলিশ যদি ইডি-র অফিসার মনোজ কুমারকে ডেকে পাঠাতে পারে, তা হলে ডিজি-কে কেন গ্রেফতার করা হবে না? সারদার এজেন্টদের অনুষ্ঠানে তাঁদের সারদায় কাজ করার জন্য উৎসাহ দেওয়া এবং সারদা কর্তা সুদীপ্ত সেনের প্রশংসা করার ভিডিও ফুটেজ তো রয়েছে সুরজিতের বিরুদ্ধেও। চেষ্টা করেও ডিজি-র বক্তব্য জানা যায়নি। কুণাল যখন সিবিআই দফতরে ঢুকছিলেন, গেটের সামনে বসে স্লোগান দিচ্ছিলেন তৃণমূলের নেতা-কর্মীরা। পিছনের গেট দিয়ে সিবিআই অফিসে ঢোকেন কুণাল।