সারদা-কর্তা সুদীপ্ত সেন এসেছেন অন্তত ৫০ বার। দেবযানী মুখোপাধ্যায় বার বিশেক। দিল্লি থেকে ডেকে আনা হয়েছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মাতঙ্গ সিংহ, তাঁর প্রাক্তন স্ত্রী মনোরঞ্জনা সিংহকেও। কিন্তু সারদা কেলেঙ্কারির অন্যতম মূল অভিযুক্ত কুণাল ঘোষকে এখনও এক বারের জন্যও ডেকে উঠতে পারেনি শ্যামল সেন কমিশন। এমনকী, কুণাল নিজে থেকেই কমিশনে হাজির হওয়ার আর্জি জানিয়েছেন, তা-ও অনেক দিন হয়ে গিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কমিশন তাঁকে সেই সুযোগ দেয়নি। ফলে প্রায় দেড় বছর ধরে কুণালকে এড়িয়েই সারদা কেলেঙ্কারির তদন্ত চালাচ্ছে শ্যামল সেন কমিশন।
কমিশনে কাদের ডাকা হবে, তার যে তালিকা তৈরি হয়েছে, তার প্রথম দিকেই রয়েছে কুণালের নাম। তবু কেন এখনও ডাকা হল না তাঁকে? এ ব্যাপারে কমিশনের চেয়ারম্যান শ্যামলকুমার সেন সোমবার বলেন, “তালিকায় ওঁর নাম আছে। কিন্তু এত বিষয় যে, সময় পাওয়া যাচ্ছে না।”
সারদা কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পরেই ২০১৩ সালের এপ্রিলে মহাকরণ থেকে এই কমিশন তৈরির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলা হয়েছিল, ক্ষতিগ্রস্তদের টাকা ফেরতের পাশাপাশি মূল অপরাধীদেরও চিহ্নিত করবে এই কমিশন। কিন্তু কেলেঙ্কারির অন্যতম প্রধান সাক্ষী তথা অভিযুক্ত এই তৃণমূল সাংসদকে না ডেকেই কী ভাবে এগোচ্ছে তদন্ত? এ নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে রাজ্যের বিরোধী দলগুলি। কমিশনের এ দিনের বক্তব্য বিষয়টি নিয়ে ধোঁয়াশা বাড়িয়ে দিয়েছে আরও।