Advertisement
০১ মে ২০২৪
Bengal Recruitment Scam

আমার উপর অত্যাচারের বিচার কোথায়? জেলে নিয়ে যাওয়ার পথে হঠাৎ থমকে প্রশ্ন কুন্তলের

অভিষেক মামলাটি ছাড়াও আরও একটি বিষয়ে কথা বলেছেন কুন্তল। নিয়োগ মামলার চার্জশিটে ইডি অভিযোগ করেছিল, পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ সন্তু-র সঙ্গে যোগাযোগ ছিল তাঁর। সে বিষয়েই উত্তর দেন কুন্তল।

Kuntal Ghosh asks why no step was taken on his allegation

কুন্তলের চিঠি সংক্রান্ত অভিষেকের মামলায় ইতিমধ্য়েই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ফাইল চিত্র

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১২ মে ২০২৩ ১৮:০১
Share: Save:

তাঁর অভিযোগকে গুরুত্ব দেওয়া হচ্ছে না বলে নতুন অভিযোগ করলেন কুন্তল ঘোষ। তৃণমূল থেকে বহিষ্কৃত এই নেতা বলেছিলেন, তাঁকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর জন্য চাপ দেওয়া হচ্ছে। এমনকি, শারীরিক অত্যাচার করা হচ্ছে বলেও অভিযোগ করে একটি চিঠি লিখেছিলেন কুন্তল। সেই চিঠি সংক্রান্ত মামলা হাই কোর্ট হয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছয়। কিন্তু কুন্তলের বক্তব্য, তার পরও তাঁর অভিযোগটির কোনও কিনারা হয়নি। কুন্তলের কথায়, ‘‘আমি যে অভিযোগ করলাম তার বিচার কোথায়?’’

শুক্রবার নিয়োগ মামলায় নগর দায়রা আদালতে পেশ করা হয়েছিল কুন্তলকে। সিবিআই মামলার শুনানি ছিল সেখানে। শুনানি শেষে আদালত চত্বর থেকে তাঁকে জেলে নিয়ে যাওয়ার পথে উপস্থিত সাংবাদিকদের দেখে কুন্তল বলেন, ‘‘আমি আপনাদের মাধ্য়মে একটা কথা বলতে চাই, আমি যে অভিযোগ করলাম, যে আমার উপর বলপ্রয়োগ করা হয়েছে, অত্যাচার করা হয়েছে তার বিচারটা কোথায়?’’

কুন্তলের চিঠি সংক্রান্ত অভিষেকের মামলায় ইতিমধ্য়েই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই মামলা সূত্রে কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরানো হয়েছে দু’টি মামলা। বিচারপতি গঙ্গোপাধ্যায় কুন্তলের চিঠি সংক্রান্ত মামলায় অভিষেককে জিজ্ঞাসাবাদ করার ছাড় দিয়েছিলেন ইডি-সিবিআইকে। সুপ্রিম কোর্ট বলেছিল, সেই মামলাটির কী হবে তা ঠিক করবেন কলকাতা হাই কোর্টেরই প্রধান বিচারপতি। কুন্তলের চিঠি সংক্রান্ত অভিষেকের সেই মামলা শুনানির জন্য উঠেছিল শুক্রবারই। কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে সেই মামলা ওঠে। তবে তিনিও বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশই বহাল রাখেন। অভিষেককে বলা হয় তাঁকে জিজ্ঞাসাবাদ এড়ানো কোনও রক্ষাকবচ দিচ্ছে না আদালত। ঘটনাচক্রে, একই দিনে কুন্তলেরও শুনানি ছিল নগর দায়রা আদালতে। সেখানেই এ বিষয়ে মন্তব্য করেন তিনি। তাঁর বক্তব্য, তাঁর চিঠি সংক্রান্ত মামলা অনেকদূর গেলেও তাঁর উপর অত্যাচারের অভিযোগ সেখানে কোনও গুরুত্ব পায়নি।

তবে শুক্রবার অভিষেক মামলাটি ছাড়াও আরও একটি বিষয়ে কথা বলেছেন কুন্তল। নিয়োগ মামলার চার্জশিটে ইডি অভিযোগ করেছিল, তিনি এবং সন্তু গঙ্গোপাধ্যায় নামে বেহালার এক এজেন্ট ছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ। তাঁরাই ছিলেন চাকরিপ্রার্থীদের থেকে টাকা তুলে আনা হুগলির ব্যবসায়ী অয়ন শীলের সঙ্গে পার্থের যোগ সূত্র। এমনকি, অয়ন এক বার এই সন্তুকে ২৬কোটি টাকা দিয়েছিলেন বলেও অভিযোগ ইডির। কুন্তলকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘আমি সন্তুকে চিনি। তবে শুধু রাজনৈতিক ভাবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE