Advertisement
E-Paper

রাজ্য থেকে দিল্লি যেতে ১০টি ট্রেন ভাড়া

নিজেদের দাবি নিয়ে আন্দোলন দিল্লিতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল কুড়মি সমাজ। রবিবার পুরুলিয়া রবীন্দ্রভবনে আদিবাসী কুড়মি সমাজ আয়োজিত এক সম্মেলনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের মুখপাত্র অজিত মাহাতো।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ জুন ২০১৮ ০০:৫১
পুরুলিয়ার রবীন্দ্রভবনে। নিজস্ব চিত্র

পুরুলিয়ার রবীন্দ্রভবনে। নিজস্ব চিত্র

নিজেদের দাবি নিয়ে আন্দোলন দিল্লিতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল কুড়মি সমাজ। রবিবার পুরুলিয়া রবীন্দ্রভবনে আদিবাসী কুড়মি সমাজ আয়োজিত এক সম্মেলনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের মুখপাত্র অজিত মাহাতো। সম্মেলনে ঝাড়খণ্ড, ওড়িশা ও অসম থেকেও প্রতিনিধিরা যোগ দিয়েছিলেন। স্থির হয়েছে, দিল্লিতে আন্দোলন হবে ছোটনাগপুর এলাকার কুড়মি সম্প্রদায়ের সমস্ত সংগঠনগুলির সম্মিলিত মঞ্চ ‘ছোটনাগপুর টোটেমিক কুড়মি সমাজ’-এর ব্যানারে।

কুড়মি সম্প্রদায়কে তফশিলি উপজাতিভুক্ত করা-সহ নানা দাবিতে ২০১৫ সালের সেপ্টেম্বরে পুরুলিয়ার ডুড়কুতে তিন দিনের সম্মেলন হয়েছিল পূর্বাঞ্চল আদিবাসী কুড়মি সমাজের উদ্যোগে। তার পরে ওই সংগঠন দু’ভাগ হয়ে যায়। পূর্বাঞ্চল আদিবাসী কুড়মি সমাজের পাশাপাশি আদিবাসী কুড়মি সমাজও একই দাবিতে সরব হয়। এত দিন দুই সংগঠনের কর্মসূচি ছিল পৃথক। এ দিন আদিবাসী কুড়মি সমাজ আয়োজিত সম্মেলনে পূর্বাঞ্চল আদিবাসী কুড়মি সমাজের নেতৃত্বও যোগ দিয়েছিলেন। পূর্বাঞ্চল আদিবাসী কুড়মি সমাজের সম্পাদক প্রবোধ মাহাতো বলেন, ‘‘আমরা এ দিনের সম্মেলনে আমন্ত্রণ পেয়ে উপস্থিত ছিলাম।’’

আদিবাসী কুড়মি সমাজের মুখপাত্র অজিত মাহাতো জানান, আগামী নভেম্বরে সমস্ত সংগঠন মিলে তাঁরা দিল্লিতে রামলীলা ময়দানে জমায়েত করবেন। রাজ্য থেকে দিল্লি যাওয়ার জন্য মোট ১০টি ট্রেন ভাড়া করা হবে। সে জন্য বিভিন্ন রাজ্যে তাঁদের সদস্যদের থেকে টাকা সংগ্রহ করা হবে। তিনি জানান, ১১ ও ১২ নভেম্বর দিল্লির উদ্দেশে রওনা হবেন। ১৩ থেকে ১৫ রামলীলা ময়দানে জমায়েত হওয়ার কথা।

Kurmi Society Delhi Central Government
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy