Advertisement
E-Paper

পুলিশ নয়, ‘তদন্ত’ করেছেন অনুব্রত মণ্ডল: লাভপুর কাণ্ডে তোপ বিজেপির

সুপ্রভাত বটব্যালের গ্রেফতারির খবর পাওয়ার পরে বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী লকেট চট্টোপাধ্যায় রবিবার তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেছেন, ‘‘কতটা আজব পরিস্থিতি বাংলায় তৈরি হয়েছে ভাবুন! যাঁকে অপহরণ করা হল, তাঁর বাবাকেই পুলিশ গ্রেফতার করছে!’’

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৯:০৬
বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। - ফাইল ছবি।

বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। - ফাইল ছবি।

লাভপুর কাণ্ড ঘিরে ক্রমশ উত্তপ্ত হচ্ছে রাজনীতি। বিজেপি নেতা সুপ্রভাত বটব্যালের ‘অপহৃত’ মেয়েকে রবিবার উত্তর দিনাজপুরের ডালখোলা থেকে উদ্ধার করেছে পুলিশ। কিন্তু অভিযুক্ত হিসেবে গ্রেফতার করা হয়েছে সুপ্রভাত বটব্যালকেই। সুপ্রভাত বটব্যাল অপহরণের নাটক সাজিয়েছিলেন বলে পুলিশের প্রাথমিক দাবি। পুলিশের এই দাবি এবং ‘অপহৃতা’র বাবার বিরুদ্ধেই পুলিশি পদক্ষেপের তীব্র নিন্দায় সরব হয়েছে বিজেপি। বাবা অপহরণ করিয়েছেন মেয়েকে— এই গল্প কেউ বিশ্বাস করবে? প্রশ্ন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের। আর জেলা বিজেপির অভিযোগ, সব কিছু ঘটছে অনুব্রত মণ্ডলের নির্দেশে।

সুপ্রভাত বটব্যালের গ্রেফতারির খবর পাওয়ার পরে বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী লকেট চট্টোপাধ্যায় রবিবার তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেছেন, ‘‘কতটা আজব পরিস্থিতি বাংলায় তৈরি হয়েছে ভাবুন! যাঁকে অপহরণ করা হল, তাঁর বাবাকেই পুলিশ গ্রেফতার করছে!’’ লকেটের প্রশ্ন, ‘‘বাবা অপহরণ করলেন মেয়েকে, তার পরে থানায় গিয়ে ডায়েরি করলেন, তিন দিন পরে মেয়ে উদ্ধার হল এবং পুলিশ বুঝতে পারল বাবাই অপহরণ করেছিলেন মেয়েকে— এই গল্প কেউ বিশ্বাস করবেন?’’ বাংলায় আইন-শৃঙ্খলা বলতে কিছুই নেই এবং আইন-শৃঙ্খলা রক্ষা করার ইচ্ছাও শাসক দলের নেই— দাবি রাজ্য মহিলা মোর্চার সভানেত্রীর। তাঁর কথায়, ‘‘এ রাজ্যে এখন যাঁরা তৃণমূল ছাড়া অন্য কোনও দল করেন, তাঁদের ছেলেমেয়েরাও আর সুরক্ষিত নেই। আর তা নিয়ে অভিযোগ করতে গেলে গ্রেফতার হতে হবে অভিযোগকারীকেই।’’

বীরভূম জেলা বিজেপি-ও সুপ্রভাত বটব্যালের গ্রেফতারির তীব্র নিন্দা করেছে। জেলা বিজেপির সভাপতি রামকৃষ্ণ রায় বলেছেন, ‘‘এটাই তো হওয়ারই ছিল। যে কোনও অপরাধ ঘটলেই তো এখন বিজেপির নামে দোষ দেওয়া হয়।’’ জেলা তৃণমূলের সভাপতির বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে রামকৃষ্ণ বলেন, ‘‘পুলিশ তো তদন্ত করেনি। এই অপহরণের ‘তদন্ত’ করেছেন অনুব্রত মণ্ডল। তিনিই শনিবার রাত থেকে ‘তদন্ত’ করে ঠিক করে দিয়েছেন যে, অপহরণকারী হিসেবে অপহৃতার বাবাকেই চিহ্নিত করতে হবে।’’ কিন্তু লাভপুরের তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধেও তো অভিযোগ তুলেছেন অনুব্রত। সে প্রসঙ্গে রামকৃষ্ণ রায় বললেন, ‘‘অনুব্রতবাবুদের দলে তো এখন অনেক গোষ্ঠী রয়েছে। নিজের গোষ্ঠীকে বাঁচাতে হয়তো মনিরুল গোষ্ঠীকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে।’’

আরও পড়ুন- সাজানো নাটক? ‘অপহৃত’ মেয়েকে উদ্ধারের পর বিজেপি নেতাকেই গ্রেফতার করল পুলিশ​

আরও পড়ুন- বিজেপি নেতার মেয়েকে অপহরণ! লাভপুরে বিক্ষোভের শিকার তৃণমূল বিধায়ক

LABHPUR ANUBRATA MANDAL POLITICS অনুব্রত মন্ডল
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy