তৃণমূলের মুখপাত্র তথা প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ এবং তমলুকের প্রাক্তন সিপিএম সাংসদ লক্ষ্মণ শেঠকে একমঞ্চে দেখা গেল। শুভেন্দু অধিকারীর বিষয়টি যখন ‘ক্লোজড চ্যাপ্টার’ বলে উল্লেখ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন হলদিয়ায় এই ছবি নতুন জল্পনা তৈরি করেছে। দলে কি তবে এ বার শুভেন্দুর অভাব পূরণ করবেন লক্ষ্মণ? এমন প্রশ্নই ঘুরে বেড়াচ্ছে হলদিয়ায়।
বৃহস্পতিবার হলদিয়ার দুর্গাচকে ক্ষুদিরামের জন্মদিবস উদ্যাপনের আয়োজন করেছিলেন মধুসূদন মণ্ডল। তাঁর আমন্ত্রণেই হলদিয়ায় এসেছিলেন কুণাল এবং লক্ষ্মণ। হলদিয়ার প্রাক্তন সাংসদকে প্রশ্ন করা হয়, তিনি কি তা হলে তৃণমূলে যোগ দেবেন? প্রথমে তিনি বিষয়টি উড়িয়ে দেন। বলেন, ‘‘তৃণমূলে কেন যাব? এমন অনুমান করে কী লাভ?’’ এর পরেই লক্ষ্মণ তাৎপর্যপূর্ণ ভাবে বলেন, ‘‘পৃথিবীতে সবই হতে পারে।’’ তবে তিনি এ-ও জানান, ক্ষুদিরামের জন্মদিবসের অনুষ্ঠানে কোনও রাজনৈতিক মন্তব্য করতে চান না।
এ প্রসঙ্গে কুণালকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘মধুসূদন মণ্ডল হলদিয়ায় ক্ষুদিরামের জন্মদিবস পালন করছেন। তাঁর আমন্ত্রণ পেয়েই এসেছি। আয়োজকরা কাকে ডাকবেন সেটা সম্পূর্ণ তাঁদের ব্যাপার। লক্ষ্মণ শেঠ পুরনো পরিচিত। তিনি সিপিএমের প্রাক্তন সাংসদ। তিনি তৃণমূলে যোগ দেবেন বলে যে গুঞ্জন। তা নিয়ে কিছু বলতে পারব না।’’