Advertisement
২৬ এপ্রিল ২০২৪

জনস্বার্থে জোড়া মামলা হাইকোর্টে

বিক্ষোভের নামে বিভিন্ন হিংসাত্মক ঘটনায় রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে বলে অভিযোগ তুলে জনস্বার্থ মামলা দায়ের করেছেন সুরজিৎ সাহা নামে হাওড়ার এক বাসিন্দা।

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৯ ০৩:০২
Share: Save:

সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি নিয়ে জনস্বার্থে দু’-দু’টি মামলা হল কলকাতা হাইকোর্টে। একটির লক্ষ্য রাজ্য সরকার। অন্যটি সরাসরি পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধে।

ওই আইনের বিরুদ্ধে বিক্ষোভের নামে বিভিন্ন হিংসাত্মক ঘটনায় রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে বলে অভিযোগ তুলে জনস্বার্থ মামলা দায়ের করেছেন সুরজিৎ সাহা নামে হাওড়ার এক বাসিন্দা। সোমবার হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানি হয়। আইনশৃঙ্খলার পরিস্থিতি ঠিক কী, সেই বিষয়ে কাল, বুধবার রিপোর্ট পেশ করার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ।

সুরজিৎবাবুর আইনজীবী স্মরজিৎ রায়চৌধুরী এ দিন আদালতে জানান, রাষ্ট্রপতি ১২ ডিসেম্বর সংশোধিত নাগরিকত্ব আইনে সই করেন। তার পরের দিন থেকে রাজ্য জুড়ে লাগাতার হিংসাত্মক ঘটনা ঘটে চলেছে। কলকাতা, উলুবেড়িয়া, ফুলেশ্বর, সাঁকরাইল, মুর্শিদাবাদের বেলডাঙা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার অনেক এলাকায় সরকারি সম্পত্তি নষ্ট করা হচ্ছে। প্রতিদিন হিংসা ছড়িয়ে পড়ছে নতুন নতুন এলাকায়। আইনজীবী অভিযোগ করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে দেখেও রাজ্য তা নিয়ন্ত্রণের চেষ্টা করছে না। ক্ষিপ্ত জনতা নির্বিচারে যানবাহনে আগুন লাগাচ্ছে। রেলের সম্পত্তি পোড়াচ্ছে। ভাঙচুর করা হচ্ছে দোকানপাট। রেহাই পাচ্ছেন না সাধারণ মানুষ। কেন্দ্র ও রাজ্যের কত সম্পত্তি নষ্ট হয়েছে, আদালত তার রিপোর্ট তলব করুক।

আরও পড়ুন: আন্দোলন থামাতে স্বতঃপ্রণোদিত ভাবে শিক্ষাঙ্গনে ঢুকতে নিষেধ পুলিশকে

রাজ্য সরকারের কৌঁসুলি রানা মুখোপাধ্যায় ও অর্ককুমার নাগ এ দিন আদালতে জানান, ওই রিপোর্ট পেশ করতে সময় দেওয়া হোক। ডিভিশন বেঞ্চ জানায়, মামলার পরবর্তী শুনানি হবে বুধবার বেলা ২টোয়। তার মধ্যে সরকারকে রিপোর্ট পেশ করতে হবে।

মন্ত্রী ও মেয়র ফিরহাদ সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে উস্কানিমূলক মন্তব্য করেছেন বলে অভিযোগ তুলে এ দিন জনস্বার্থের দ্বিতীয় মামলাটি দায়ের করা হয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চেই। ওই মামলা করেছেন সুমন ভট্টাচার্য নামে দমদমের এক বাসিন্দা। তাঁর আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি জানান, মামলার আবেদনে বলা হয়েছে, ওই আইন পাশের পর থেকে রাজ্য জুড়ে অশান্তি ছড়িয়েছে। এরই মধ্যে ওই আইন নিয়ে পুরমন্ত্রীর একটি মন্তব্য প্রকাশিত হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তার ফলে অশান্তি আরও ছড়িয়ে পড়তে পারে। আদালত এই বিষয়ে হস্তক্ষেপ করুক। চলতি সপ্তাহে মামলাটির শুনানি হতে পারে বলে জানান ওই আইনজীবী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Calcutta High Court CAA Citizenship Amendment Act
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE