সারা রাজ্যের বিচারপ্রার্থীদের হয়রানির শেষ দেখা যাচ্ছে না। কেননা আইনজীবীদের কর্মবিরতির জেরে আদালতের অচলাবস্থা কাটেনি শুক্রবারেও। হাওড়া আদালতের আইনজীবীদের উপরে পুলিশের লাঠি চালানোর ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে এ দিন পর্যন্ত প্রশাসন কোনও রকম আইনি ব্যবস্থা না-নেওয়ায় বিভিন্ন আদালতে কাজ বন্ধ রাখার মেয়াদ ১৪ মে পর্যন্ত বাড়িয়েছে রাজ্য বার কাউন্সিল। এ দিন কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ১৪ মে পরবর্তী পদক্ষেপ ঠিক হবে।
গত ২৪ এপ্রিল গাড়ি রাখা নিয়ে হাওড়া আদালতের আইনজীবী এবং হাওড়া পুরসভার কর্মীদের সংঘর্ষ বাধে। পরিস্থিতি ঘোরালো হয়ে ওঠায় পুলিশ কাঁদানে গ্যাসের শেল ফাটায় এবং লাঠিও চালায় বলে অভিযোগ। হাওড়া আদালতে সে-দিন কাজ হয়নি। আইনজীবীদের উপরে লাঠি চালানোর প্রতিবাদে ২৫ এপ্রিল থেকে সারা রাজ্যের আদালতে কাজ বন্ধ করে দেয় কাউন্সিল। আইনজীবীরা কাজ না-করায় দুর্ভোগে পড়েছেন হাজার হাজার বিচারপ্রার্থী। তাঁদের বক্তব্য, ওই ঘটনায় হাইকোর্ট স্বতঃপ্রণোদিত ভাবে যে-মামলা করেছে, তাতে তো আইনজীবীরা নিয়মিত সওয়াল করছেন। তা হলে অন্যান্য মামলায় কাজ করছেন না কেন? আইনজীবীরা যদি কাজ বন্ধ রাখারই সিদ্ধান্ত নিয়ে থাকেন, তা হলে ওই মামলায় সওয়াল করা থেকেও বিরত থাকা উচিত।
বার কাউন্সিলের এক কর্তা জানান, ২৫ এপ্রিল কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়ার সময়েই সর্বসম্মতিতে ঠিক হয়, হাইকোর্টের দায়ের করা মামলায় আইনজীবীদের সওয়াল করতে বাধা থাকবে না। কারণ, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করেছে। কারা মামলায় যুক্ত থাকবে, তা-ও ঠিক করে দিয়েছে ডিভিশন বেঞ্চ। ওই কর্তা আরও জানান, তা ছাড়া আইনজীবীদের কাজ বন্ধ রাখার সিদ্ধান্তের উপরে ডিভিশন বেঞ্চ কোনও নিষেধাজ্ঞা জারি করেনি।