প্রয়োজনে শর্ত দিয়ে হলেও, ১ অগস্ট থেকে পশ্চিমবঙ্গে একশো দিনের কাজ শুরু করতে হবে বলে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। কিন্তু রাজ্যে নির্ধারিত সময়ে তা শুরু না-হওয়া নিয়ে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসকে নিশানা করে সরব হল কংগ্রেস ও বাম। তারা বিক্ষোভের ডাকও দিয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার শুক্রবার বলেছেন, “বাংলার গরিব মানুষের রুটি-রুজির অধিকার কেড়ে নিচ্ছে বিজেপি সরকার। আর রাজ্য এই প্রকল্পে এখনও পর্যন্ত কত টাকা পেয়েছে, কত টাকা বকেয়া, তা নিয়ে শ্বেতপত্র প্রকাশ করুক তৃণমূল সরকার।” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিষয়টি নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বানও করেছেন শুভঙ্কর। প্রদেশ নেতৃত্ব জানিয়েছেন, বাংলায় দ্রুত কাজ শুরু ও রাজ্য সরকারের কাছে হিসাবের শ্বেতপত্র প্রকাশের দাবিতে রাজ্য জুড়ে মিছিল, প্রচার করা হবে। একশো দিনের কাজ চালু না-হওয়ায় ২০ ও ২১ অগস্ট রাজ্যের সব পঞ্চায়েতে বিক্ষোভ দেখানোর ডাক দিয়েছে সিপিএমের সংগঠন সারা ভারত খেতমজুর ইউনিয়ন এবং কৃষকসভা। খেতমজুর ইউনিয়নের তরফে বাঁকুড়ার বড়জোড়ায় এ দিন বিক্ষোভ দেখানো হয়েছে। সংগঠনের রাজ্য সভাপতি তুষার ঘোষ বলেছেন, “কাজ চালু করতে কেন্দ্র-রাজ্য সরকারের সদিচ্ছা নেই। লড়াই করেই দাবি আদায় করতে হবে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)