Advertisement
২৩ এপ্রিল ২০২৪
DYFI

মইদুল-স্মরণে বাম সমাবেশ

মইদুল ইসলাম মিদ্যা

মইদুল ইসলাম মিদ্যা

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৪ মার্চ ২০২১ ০৬:৪৬
Share: Save:

ভোটের আগেই ডিওয়াইএফআই কর্মী মইদুল ইসলাম মিদ্যার স্মরণে বাঁকুড়ার কোতুলপুরে সমাবেশ করতে চলেছে বামপন্থী ছাত্র ও যুব সংগঠনগুলি। সকলের জন্য শিক্ষা ও কাজের দাবিতে বাম যুব ও ছাত্র সংগঠনগুলির ডাকা নবান্ন অভিযানের দিন আহত হয়েছিলেন মইদুল, কয়েক দিন পরে তাঁর মৃত্যু হয়। ওই মৃত্যুর জন্য পুলিশ-প্রশাসনকে দায়ী করেই আগামী ৯ মার্চ স্মরণ-সভা করবে বামেরা। সেখানে সমাবেশ হবে রাজ্যের নানা জায়গার বাম যুব-ছাত্রদের নিয়ে। ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক সায়নদীপ মিত্র মঙ্গলবার বলেন, ‘‘কাজ চাইতে এসে পুলিশের মারে মইদুলের মৃত্যুর গণতান্ত্রিক প্রতিশোধ চাই আমরা। নির্বাচনের মাধ্যমেই সেই প্রতিশোধ হবে। স্মরণ-সভা থেকে আমরা এই অঙ্গীকার করতে চাই।’’ নবান্ন অভিযানে এসে পাঁশকুড়ার দীপক পাঁজার নিখোঁজ হওয়ার ঘটনা নিয়েও ফের সরব হয়েছেন বাম যুব নেতৃত্ব। সায়নদীপের বক্তব্য, ‘‘ওঁর পরিবারের পাশে দাঁড়িয়ে হেবিয়াস কর্পাস আবেদন দায়ের করা হয়েছে। সেটা আদালতের বিষয়। কিন্তু একটা জ্বলজ্যান্ত মানুষ এ ভাবে নিখোঁজ হয়ে গেল আর পুলিশ বুড়ো আঙুল চুষবে, এটা হতে পারে না!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE