Advertisement
E-Paper

লেনিনের ১৫০, দাবি সক্রিয়তার

করোনা পরিস্থিতি ও লকডাউনের মধ্যে এ ভাবেই প্রাসঙ্গিক হয়ে উঠেছে সমাজতন্ত্রের আদর্শ, যার প্রতিভূ ছিলেন ভি আই লেনিন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২০ ০৫:৫৬
লেনিনের ১৫০তম জন্মবার্ষিকী তে বাম নেতাদের শ্রদ্ধাজ্ঞাপন।—নিজস্ব চিত্র।

লেনিনের ১৫০তম জন্মবার্ষিকী তে বাম নেতাদের শ্রদ্ধাজ্ঞাপন।—নিজস্ব চিত্র।

নির্ভর করতে হচ্ছে সর্বজনীন রেশন ব্যবস্থার উপরে। বিপন্ন, দুর্গত মানুষের গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা করতে এগিয়ে আসছেন তুলনায় সঙ্গতিসম্পন্ন মানুষ। ত্রাণ এবং প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিতে জনপ্রতিনিধিদের পাশাপাশিই উদ্যোগী নানা সামাজিক সংগঠন। করোনা পরিস্থিতি ও লকডাউনের মধ্যে এ ভাবেই প্রাসঙ্গিক হয়ে উঠেছে সমাজতন্ত্রের আদর্শ, যার প্রতিভূ ছিলেন ভি আই লেনিন। লকডাউনের মধ্যে লেনিনের ১৫০তম জন্মবার্ষিকী পালন করতে গিয়ে এমন বার্তাই দিলেন বাম নেতারা। করোনা ও লকডাউনে সাধারণ মানুষের কষ্ট লাঘবে দেশের সরকার যাতে আরও সক্রিয় হয়, লেনিনের জন্মদিনের অবসরেও সেই দাবি করেছেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। কলকাতার ধর্মতলায় বুধবার দূরত্বের নীতি বজায় রেখে লেনিনের মূর্তিতে শ্রদ্ধা জানিয়েছেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্রেরা। সিপিআই, ফরওয়ার্ড ব্লক, আরএসপি, এসইউসি, সিপিআই (এম-এল) লিবারেশন-সহ বিভিন্ন দলই নিজেদের মতো করে লেনিন-স্মরণ করেছে।

Vladimir Lenin CPM West Bengal Lockdown
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy